PHOTOS

Pyramid of Giza: পৃথিবীর সবথেকে উঁচু পিরামিডের চূড়ায় ঘুরছে কুকুর! অবাক পুরো বিশ্ব...

Advertisement
1/7
দ্য গ্রেট পিরামিড অফ গিজা
দ্য গ্রেট পিরামিড অফ গিজা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল: বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি মিশরের 'দ্য গ্রেট পিরামিড অফ গিজা'।

2/7
কুকুর
কুকুর

এসব পিরামিডে ওঠার ব্যবস্থা নেই। ওপরের দৃশ্য দেখার একমাত্র উপায় হলো প্যারাগ্লাইডিং। 

3/7
কুকুর
কুকুর

সোমবার এক পর্যটক প্যারাগ্লাইডারে চড়ে ৪৫০০ বছরের পুরনো দ্য গ্রেট পিরামিডের ওপরের দৃশ্য উপভোগ করছিলেন। 

4/7
কুকুর
কুকুর

হঠাৎ তাঁর চোখে পড়ে, পিরামিডের এক কোনায় কিছু একটা নড়াচড়া করছে। ভালো করে লক্ষ করে দেখেন, পিরামিডের একেবারে ওপরে একটি কুকুর পাখি দেখে ঘেউ ঘেউ করছে।

5/7
কুকুর
কুকুর

তৎক্ষণাৎ, তাঁর সঙ্গে থাকা ক্যামেরা দিয়ে বন্দি করেন সেই দৃশ্য। যা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। 

 

6/7
কুকুর
কুকুর

এত উঁচুতে কুকুর কীভাবে হেঁটে উঠল, তা অবাক করে দিয়েছে সকলে। 

7/7
কুকুর
কুকুর

মঙ্গলবার বিকেলের দিকে কুকুরটি নিরাপদে গ্রেট পিরামিডের নিচে নেমে এসেছে। 





Read More