Tea Garden House Fire: দমকলের একটি ইঞ্জিন দিয়ে আগুন নেভালেও সম্পূর্ন পুড়ে ছাই হয়ে যায় বাড়িটি। দমকল বিভাগের অনুমান শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।
অরূপ বসাক: মালবাজার মহকুমার নাগ্রাকাটা ব্লকের জিতি চাবাগানে আগুনে পুড়ে ভস্মীভূত হল একটি বাড়ি। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
জানা গিয়েছে, জিতি চাবাগানের গোপাল লাইনে মুন্না প্রধানের বাড়ির রান্নাঘরে কোনওভাবে প্রথমে আগুন লেগে যায়।
সেই আগুনে গ্যাস সিলিন্ডার ফেটে যায়। এরপর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পুরো বাড়িতে আগুন লেগে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে নাগরাকাটা থানার পুলিস। চলে আসে মালবাজার থেকে দমকল বিভাগের কর্মীরা।
তারাই দমকলের একটি ইঞ্জিন দিয়ে আগুন নেভালেও সম্পূর্ন পুড়ে ছাই হয়ে যায় বাড়িটি। দমকল বিভাগের অনুমান শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।
তবে বাড়ির মধ্যে থাকা টিভি, খাট, টেবিল কিছু টাকা পয়সা-সহ জ্বলে পুড়ে ছাই হয়ে যায়।