100-Kg python rescue: মেয়েদের হস্টেলের কাছে উদ্ধার করা হয়েছে প্রায় ১০০ কেজি ওজনের একটি ১৭ ফুট লম্বা বার্মিস পাইথর। যা রীতিমত, পড়ুয়া ও কর্মচারীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মেয়েদের হস্টেলের কাছে উদ্ধার করা হয়েছে প্রায় ১০০ কেজি ওজনের একটি ১৭ ফুট লম্বা বার্মিস পাইথর। যা রীতিমত, পড়ুয়া ও কর্মচারীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে। ঘটনাটটি ঘটে শিলচরের আসাম বিশ্ববিদ্যালয়ে।
জানা গিয়েছে, এই দ্বৈতাকার পাইথনটি ১৮ ডিসেম্বর রাত ১০.৩০ টার দিকে প্রথম দেখা যায়। এটি দেখা মাত্রই বন্যপ্রাণী গবেষক ও সংরক্ষক বিশাল সোনার, উদ্ধারকারী ত্রিকাল চক্রবর্তী এবং বরাক উপত্যকা বন্যপ্রাণী বিভাগের ১২ থেকে ১৩ সদস্যের একটি দল সহ একটি দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয়।
বন্যপ্রাণী গবেষক বিশাল সোনার জানিয়েছেন, এটি তাঁর দেখা সবচেয়ে বড় প্রাণী। এবং এটি সম্ভবত এই অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় ও বিশাল।
যদিও, এই বার্মিজ পাইথন মানুষের জন্য ক্ষতিকারক নয়, এবং তাদের শিকার ছোট প্রাণী।
বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এবং বন বিভাগের প্রতিনিধিদের সহযোগিতায় এই পাইথনটিকে উদ্ধার করা হয়। এবং এটিকে বড়াইল বন্যপ্রাণী অভয়ারণ্যে স্থানান্তর করা হয়।