নিজস্ব প্রতিবেদন: করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বদলে গিয়েছে জীবনযাত্রা। গ্রাস করেছে ভয়, হতাশা। মাস্ক ও স্যানিটাইজারের আগের জীবনে ফিরতে চাইছেন সকলে।
এমন অন্ধকার সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একটি ছবি মন জিতে নিয়েছে নেটিজেনদের।
ছবিতে দেখা যাচ্ছে, চিকিৎসকের সার্জিক্যাল মাস্ক খুলে দিচ্ছে এক সদ্যোজাত।
ছবিটি অর্থবহ বলে মনে করছেন নেটিজেনরা। তাঁরা বলছেন, এই ছবিটি সুন্দর ভোরের সঙ্কেত দিচ্ছে। মাস্কহীন বিশ্বের স্বপ্ন দেখাচ্ছে এই শিশু।
ছবিটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সংযুক্ত আরব আমিরশাহির চিকিৎসক সমীর শেইব। তিনি লিখেছেন,'আমরা সকলেই চাই শীঘ্রই জীবন থেকে চলে যাক মাস্ক।'