PHOTOS

Howrah News: সরকারি প্রাথমিক স্কুলেও এবার 'থিম'! হাওড়ায়...

Howrah News: কমছিল পড়ুয়াদের সংখ্যা। ছোটদের পড়াশোনা উত্‍সাহ দিতে এবার  'আবোল তাবোলে'র থিমে সেজে উঠেছে হাওড়ার ব্যাঁটরা পাবলিক লাইব্রেরি শিক্ষানিকেতন স্কুল।

Advertisement
1/7

দেবব্রত ঘোষ: সরকারি প্রাথমিক স্কুলেও এবার 'থিম'! ছোটদের পড়াশোনা উত্‍সাহ দিতে অভিনব উদ্যোগ হাওড়ার ব্যাঁটরা পাবলিক লাইব্রেরি শিক্ষানিকেতনে। প্রতিটি ক্লাসরুমে সুকুমার রায়ে 'আবোল তাবোলে'র ছড়ার নামে। সঙ্গে দেওয়ালে ছবি।

2/7

 হাওড়ার কদমতলায়  ব্যাঁটরা পাবলিক লাইব্রেরি শিক্ষানিকেতন স্কুল।

3/7

স্কুলের প্রধানশিক্ষিকা  অর্পিতা ঘোষের দাবি, একসময়ে স্কুলের প্রচুর সুনাম ছিল। পড়ুয়াসংখ্যা ছিল ছ'শো।

4/7

ছ'শো থেকে মাত্র দশ। কালে কালে সেই স্কুলেই পড়়ুয়াদের সংখ্যা কমতে থাকে। স্কুল প্রায় বন্ধই হয়ে যেতে বসেছিল।

5/7

স্কুলের হাল ফেরাতে এগিয়ে আসেন প্রাক্তনীরাই। বাড়ি বাড়ি অভিভাবকদের বোঝাতে শুরু করেন তাঁরা।

6/7

এদিকে স্কুলটিকে সাজিয়ে তোলা হয় সুকুমার রায়ে 'আবোল তাবোলে'র থিমে।

7/7

 স্কুলে পড়ুয়াদের সংখ্যা এখন অনেকটাই বেড়েছে। প্রধানশিক্ষিকা অর্পিতা ঘোষ বলেন, 'ছোটদের মধ্যে আবেগ কমে যাচ্ছে।পুরনো ছড়া কবিতা বাংলা সংস্কৃতি বোধ নষ্ট হয়ে যাচ্ছে।তাই সুকুমার রায়ের আবোল তাবোলের থিম মাথায় রেখে সাজানো হয়েছে স্কুল।এক একটা ছড়ার নামে ক্লাসরুম করা হয়েছে।দেওয়ালে সেইসব ছবি আঁকা হয়েছে'।





Read More