PHOTOS

Srabanti: মর্ত্য তো কোন ছাড়! এবার মহাকাশেও 'তারা' শ্রাবন্তী...

Srabanti: গত ১৩ অগাস্টই ছিল শ্রাবন্তীর জন্মদিন। জন্মদিন পালনের পরেই শ্রাবন্তী সামনে আনলেন এক উপহার। এবার আর তিনি শুধু এই টলিউডের বা ভারতের তারকা নন, তাঁর নামে কেনা হয়েছে মহাকাশেরও একটি তারকা। তবে কে তাঁকে পাঠালেন সেই উপহার?

Advertisement
1/8
তারায় তারায়...
তারায় তারায়...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৩ অগাস্ট ছিল শ্রাবন্তীর জন্মদিন।

 

2/8
তারায় তারায়...
তারায় তারায়...

জন্মদিনের আটদিন বাদেই এক নয়া উপহারের কথা সামনে আনলেন অভিনেত্রী।

 

3/8
তারায় তারায়...
তারায় তারায়...

এবার আর শুধু টলিউডেই নন, শ্রাবন্তীর নামে কেনা হয়েছে একটি তারা।

 

4/8
তারায় তারায়...
তারায় তারায়...

কে তাঁকে এই তারা উপহার দিলেন, নাকি শ্রাবন্তী নিজেই কিনলেন তারা, সে কথা গোপনই রেখেছেন অভিনেত্রী।

 

5/8
তারায় তারায়...
তারায় তারায়...

সোমবার একটি সার্টিফিকেট শেয়ার করেছেন শ্রাবন্তী, যেখানে অভিনেত্রী নিজেই জানান এখন থেকে মহাকাশের একটি তারার নামকরণ করা হল তাঁর নামে।

 

6/8
তারায় তারায়...
তারায় তারায়...

অভিনেত্রী লেখেন, ‘এখন থেকে লিও নক্ষত্রপুঞ্জের, যা আমার রাশিও বটে, একটি তারার নাম শ্রাবন্তী। ইন্টারন্যাশনাল স্টার ডিরেক্টরিতে শ্রাবন্তী নামেই ঐ তারার নাম নথিভুক্ত।’

 

7/8
তারায় তারায়...
তারায় তারায়...

শ্রাবন্তীতে শুভেচ্ছা জানিয়েছেন শুভশ্রী। তাঁকে ভালোবাসাও জানিয়েছেন শ্রাবন্তী।

 

8/8
তারায় তারায়...
তারায় তারায়...

যে ওয়েবসাইট থেকে এই স্টারটি কেনা হয়েছে, সেখানে চোখ রেখে দেখা গেল, ভারতীয় মুদ্রায় ৫ হাজার থেকে ৭ হাজারের মধ্যেই যেকোনও তারা কিনতে পারেন আপনিও।





Read More