PHOTOS

Severe Cyclone: উইকেন্ডেই ঝড়? উপকূল থেকে কত দূরে ফুঁসছে সে? কখন, কোথায় আছড়ে পড়তে পারে?

Queensland cyclone: কিছুদিন আগেই বন্যা হয়ে গিয়েছে। সেই ধাক্কা এখনও সে কাটিয়ে উঠতে পারেনি। এবার ফের ঝড় ও বৃষ্টির চোখরাঙানি! কী হবে?

Advertisement
1/6
পূর্ব উপকূলে
পূর্ব উপকূলে

কুইন্সল্যান্ডের পূর্ব উপকূলে ঘনাচ্ছে এই ঝড়।

2/6
নর্থইস্ট কুইন্সল্যান্ড কোস্টে
নর্থইস্ট কুইন্সল্যান্ড কোস্টে

ব্যুরো অফ মেটিওরোলজি জানিয়েছে,নর্থইস্ট কুইন্সল্যান্ড কোস্টে ঝ়টি তৈরি হয়েছে। 

3/6
নর্দার্ন কোরাল সি
নর্দার্ন কোরাল সি

যেটি আগামী কয়েকদিনের মধ্যে নর্দার্ন কোরাল সি-তে বড় আকার ধারণ করবে!

4/6
আগামীকালের মধ্যে
আগামীকালের মধ্যে

কী হবে এটি? ট্রপিক্যাল সাইক্লোন। সিনিয়র মেটিওরোলজিস্ট জোনাথান হাউ বলেছেন, এটি আগামীকালের মধ্যে পুরোপুরি ঝড় হয়ে উঠবে। 

5/6
সলোমন দ্বীপ, ভানুয়াতু
সলোমন দ্বীপ, ভানুয়াতু

মেটিওরোলজিস্ট জোনাথান হাউ আরও বলেছেন, ঝড়টি প্রাথমিক ভাবে কোস্ট থেকে সরে গিয়ে সলোমন দ্বীপ, ভানুয়াতুর দিকে সরছে। তবে পরে এর ব্যাকওয়ার্ড মুভমেন্ট হবে। এবং তখন সেটি কুইন্সল্যান্ডের দিকে সরবে। 

6/6
বেশি ক্ষতি নয়
বেশি ক্ষতি নয়

কিছুদিন আগেই কুইন্সল্যান্ডে বন্যা হয়ে গিয়েছে। সেই ধাক্কা এখনও সে কাটিয়ে উঠতে পারেনি। এবার ফের ঝড় ও বৃষ্টির চোখরাঙানি। কী হবে কুইন্সল্যান্ডে? জোনাথান হাউ বলেছেন, এই ঝড়ে খুব বেশি ক্ষতি হয়তো হবে না কুইন্সল্যান্ডে।





Read More