Priyajit Ghosh Death: ক্রিকেট জগতে শোকের ছায়া! হৃদরোগে আক্রান্ত হয়ে জিমেই মৃত্যু হল বাংলার উদীয়মান ক্রিকেটার প্রিয়জিত্ ঘোষের, বয়স মাত্র ২২।
অর্কদীপ্ত মুখোপাধ্যায়: মাত্র ২২ বছর বয়সেই মৃত্যু বাংলার ক্রিকেটার প্রিয়জিৎ ঘোষের।
জিমে ব্যায়াম করার সময় অসুস্থ হয়ে পড়েন। তারপরেই হৃদরোগে আক্রান্ত হন। মিরাকেল জিম নামে এক নিয়মিত শরীরচর্চা করতে যেতেন প্রিয়জিত্।
শুক্রবার সকালে প্রিয়জিত্ মাটিতে লুটিয়ে পড়তেই জিমের বাকি সদস্যরা তাঁকে বীরভূমের মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে নিয়ে গেলে ডাক্তারেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
প্রিয়জিতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।
বোলপুরের বাসিন্দা প্রিয়জিৎ। শুক্রবার এই প্রতিভাবান ক্রিকেটারের মৃত্যু হয়েছে বলে পারিবারিক সূত্রে খবর।
প্রিয়জিতের ক্রিকেটে তার পথচলা শুরু হয়েছিল জেলা স্তর থেকে। ২০১৮-১৯ মরশুমে সিএবি আয়োজিত আন্তঃ জেলা অনূর্ধ্ব ১৬ ক্রিকেট টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন তিনি। সিএবির পক্ষ থেকে পুরস্কৃত হয়েছিলেন প্রিয়জিত্। আজও তার ঘরে সেই মেডেলটি রয়েছে যত্নে রাখা।
প্রিয়জিতের স্বপ্ন ছিল একদিন রাজ্যের হয়ে রঞ্জি ট্রফিতে খেলা এবং ধীরে ধীরে জাতীয় দলের দরজায় কড়া নাড়া। তার কাছে ক্রিকেট ছিল শুধুমাত্র খেলা নয়, ছিল ধ্যান। প্রিয়জিতের এইরকম অকালপ্রয়ান মেনে নিতে পারছেন না কেউই। প্রিয়জিত্ ফিটনেসে মন দিয়েছিলেন বিরাট কোহলির মতো।