Aadhaar, PAN, ration card: দেখা গিয়েছে যে অবৈধভাবে বসবাসকারী বিদেশীরা আধার, প্যান এবং রেশন কার্ডের সাহায্যে নিজেদের ভারতীয় নাগরিক বলে দাবি করছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দিল্লিতে কোনও ব্যক্তির ভারতীয় নাগরিকত্ব প্রমাণের জন্য আধার কার্ড, প্যান কার্ড বা রেশন কার্ড আর বৈধ থাকছে না। বিদেশী নাগরিক বলে সন্দেহ করা ব্যক্তিদের নাগরিকত্বের প্রমাণ হিসাবে এখন কেবল ভোটার আইডি কার্ড বা পাসপোর্টই নেওয়া হবে, স্পষ্ট করল দিল্লি পুলিস।
গত বছরের অক্টোবর থেকে বিভিন্ন সময় দেখা গিয়েছে যে বিপুল সংখ্যক অবৈধ বিদেশী নাগরিক, বিশেষ করে বাংলাদেশি এবং রোহিঙ্গারা, আধার, প্যান এবং রেশন কার্ডের সাহায্যে নিজেদের ভারতীয় নাগরিক বলে দাবি করছেন। তাই কেন্দ্রীয় সরকারের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এক জাতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, এক পুলিস কর্মকর্তা বলেন, "অনেক অবৈধ অভিবাসীর কাছে আধার, রেশন কার্ড, প্যান কার্ড এমনকি UNHCR (জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার) কর্তৃক জারি করা কার্ডও পাওয়া গেছে। এর ফলে ভারতীয় নাগরিকত্ব সঠিকভাবে সনাক্ত করা কঠিন হয়ে পড়ে। তাই, এখন ভোটার আইডি কার্ড বা ভারতীয় পাসপোর্ট বাধ্যতামূলক করা হয়েছে।"
এর পাশাপাশি, দিল্লি পুলিস পাকিস্তান থেকে আগত নাগরিকদের বিরুদ্ধেও ব্যবস্থা জোরদার করেছে। তথ্য অনুসারে, দিল্লিতে বসবাসকারী প্রায় ৩,৫০০ পাকিস্তানি নাগরিকের মধ্যে প্রায় ৫২০ জন মুসলিম, যার মধ্যে ৪০০ জনেরও বেশি মানুষ এখন পর্যন্ত আটারি সীমান্ত দিয়ে পাকিস্তানে ফিরে এসেছেন।
পহেলগাঁওে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর, কেন্দ্রীয় সরকার পাকিস্তানিদের ভিসা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। এর আওতায়, শুধুমাত্র চিকিৎসা, কূটনৈতিক এবং দীর্ঘমেয়াদী ভিসা (LTV) ধারী নাগরিকদেরই ছাড় দেওয়া হয়েছে। ২৯শে এপ্রিলের পর থেকে চিকিৎসা ভিসাও অবৈধ বলে বিবেচিত হবে।
দিল্লি পুলিস এবং গোয়েন্দা সংস্থাগুলিকে দিল্লিতে বসবাসকারী পাকিস্তানি নাগরিকদের তথ্য সংগ্রহ করতে এবং তাদের অবিলম্বে দেশ ত্যাগ করতে বলার নির্দেশ দেওয়া হয়েছে। সরকার আরও স্পষ্ট করে জানিয়েছে যে দীর্ঘমেয়াদী ভিসায় থাকা হিন্দু পাকিস্তানি নাগরিকদের ভিসা অক্ষত থাকবে।