PHOTOS

Madhu Mantena-Ira Trivedi's Reception: মধু-ইরার রিসেপশনে চাঁদের হাট! আমির খান, হৃতিক-সাবা কে নেই তালিকায়

পরিচালক মধু মান্তেনা ও যোগা প্রশিক্ষক ইরা ত্রিবেদী বিয়ের বাঁধনে বাঁধা পড়েছেন। ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারকে নিয়ে রবিবার চারহাত এক হাত হয়। তার ঠিক পরের দিনই জাঁকজমকভাবে রিসেপশন পার্টি রাখেন এই তারকা দম্পতি। উপস্থিত বলিউডের প্রথম সারির মুখেরা। 

Advertisement
1/9
নবদম্পতি মধু-ইরা
নবদম্পতি মধু-ইরা

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: চার হাত এক হল ইরা-মধুর। রিসেপশনেও জাকজঁমকের অভাব নেই। নববধূ ইরা আইভরি লেহেঙ্গার সঙ্গে সুন্দর নেকলেস পরেছিলেন। অপরদিকে মধু ডিজাইনার ব্লু কুর্তা পরেছিলেন। 

2/9
পার্টিতে এসেছিলেন আমির খান, হৃত্বিক রোশান
পার্টিতে এসেছিলেন আমির খান, হৃত্বিক রোশান

অনুষ্ঠানের তারকাদের চাঁদের হাট বসেছিল। মধুর সঙ্গে ছবি তুলতে ব্যস্ত আমির খান। অন্যদিকে হৃতিক রোশান হাজির হয়েছেন তাঁর গার্লফ্রেন্ড সাবা আজাদকে নিয়ে।  

3/9
একফ্রেমে প্রবীণ অভিনেতারা
 একফ্রেমে প্রবীণ অভিনেতারা

প্রবীণ অভিনেতা রাকেশ রোশনকেও বন্ধু অনিল কাপুর এবং অনুপম খেরের সঙ্গে পার্টিতে দেখা গেছে। অপরদিকে জ্যাকি শ্রফ সাদা স্যুটে সকলের নজর কেড়েছেন।

4/9
রিসেপশনে এসেছেন সারা-সোনম
রিসেপশনে এসেছেন সারা-সোনম

নবাব কন্যা সারা আলি খান হালকা গোলাপি রংয়ের কুর্তা পরে এসেছিলেন। এদিকে, 'ডবল এক্সএল'-এর কাস্ট, সোনাক্ষী সিনহা, হুমা কুরেশি এবং জাহির ইকবালও তাদের উপস্থিতিতে পার্টিকে আলোকিত করেছেন।

5/9
একাধিক তারকা জুটি
একাধিক তারকা জুটি

তারকা জুটি রাজকুমার-পত্রলেখা, জ্যাকি ভাগনানি-রাকুল প্রীত সিং এসেছিলেন রিসেপশন পার্টিতে। 

6/9
নজরকাড়া তারকা জুটি
নজরকাড়া তারকা জুটি

পুলকিত-কৃতি তারকা জুটিও এসেছেন। অপরদিকে জায়েদ খান তাঁর স্ত্রী মালাইকা পারেখকে নিয়ে পার্টিতে হাজির হয়েছেন। অভিনেতা জায়েদ কিছুদিন আগেই তাঁর কামব্যাক সিনেমার কথা ঘোষণা করেছেন।

7/9
নজরকাড়া সাজে অভিনেত্রীরা
 নজরকাড়া সাজে অভিনেত্রীরা

রিসেপশনে ঔজ্জ্বল্য বাড়িয়েছে অভিনেত্রী সোনালি কুলকার্নি, জেনেলিয়া ডি'সুজা এবং সোনালি বেন্দ্রের উপস্থিতি। এথনিক থেকে ওয়ের্স্টানে পরনে দেখা যাচ্ছে তিনজনকে। 

8/9
এক ফ্রেমে দুই জেনারেশন
 এক ফ্রেমে দুই জেনারেশন

বলিউডের 'শেহজাদা' কার্তিক আরিয়ান এবং অভিনেতা ফারদিন খানকে নীল স্যুট পরে পার্টিতে দেখা গেছে। অন্যদিকে 'সাথিয়া' স্টার বিবেক ওবেরয় কালো ব্লেজার এবং নীল জিন্সে নিজের এক সাধারণ লুক রেখেছেন।

9/9
টাক্সেডোতে অভিনেতারা
টাক্সেডোতে অভিনেতারা

অভিনেতা রাহুল রায় এবং কুনাল কাপুর এবং আমির খানের ছেলে জুনায়েদ খান পার্টিতে  স্টাইলিশ টাক্সেডোতে এসেছিলেন।





Read More