PHOTOS

Aamir Khan: Photos: বোল্ড ছবিতে আমিরের মেয়ে ইরার থেকে বেশি নজরকাড়া অভিনেতার ভাইঝি, কে তিনি?

প্রায়দিনই নিজের বোল্ড ছবি পোস্ট করে চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন আমির খানের মেয়ে ইরা খান। তবে সৌন্দর্য ও বোল্ডনেসে ইরাকে পিছনে ফেলে দেবে আমির খানের ভাইঝি জেন মেরি খান। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই নিজের বোল্ড ছবি পোস্ট করেন জেন।

Advertisement
1/6
জেন মেরি খান
জেন মেরি খান

জেন মেরি খান হলেন ফিল্মমেকার মনসুর খানের মেয়ে। তাঁর ইনস্টাগ্রাম ভরে রয়েছে বোল্ড ছবিতে।

 

2/6
জেন মেরি খান
জেন মেরি খান

বলিউডে অভিনয় করতে চান জেন। ইতিমধ্যে স্বপ্ন সত্যির দৌড় শুরু করে দিয়েছেন তিনি।

 

3/6
জেন মেরি খান
জেন মেরি খান

সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় জেন। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা ৮৩ হাজার।

 

4/6
জেন মেরি খান
জেন মেরি খান

সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্টের পরেই ধেয়ে আসে হাজারও কমেন্ট। সেই কমেন্ট বক্স ভরে ওঠে লাভ ইমোজি ও হট ইমোজিতে।

 

5/6
জেন মেরি খান
জেন মেরি খান

২০১৬ সালে কাপুর অ্যান্ড সনস ছবিতে ডেবিউ করেন জেন। এছাড়াও নেটফ্লিক্সে ওয়েব সিরিজ মিসেস সিরিয়ল কিলার-এ অভিনয় করেছেন জেন।

 

6/6
জেন মেরি খান
জেন মেরি খান

সম্প্রতি এক সাক্ষাৎকারে জেন বলেন যে, আমির খানের ভাইঝি হওয়াই তাঁর বলিউডে এগোতে বাধা হয়ে দাঁড়াচ্ছে। সবারই তাঁকে ঘিরে এক্সপেকটেশন তুঙ্গে।  





Read More