PHOTOS

Abhishek Chatterjee: বাবাকে ছাড়া ডলের প্রথম জন্মদিন, অভিষেকের শার্ট গায়ে দ্বৈত ভূমিকায় অভিনেতার স্ত্রী

Advertisement
1/6
বাবা-মা দ্বৈত ভূমিকায় অভিষেকের স্ত্রী
বাবা-মা দ্বৈত ভূমিকায় অভিষেকের স্ত্রী

নিজস্ব প্রতিবেদন: সোমবার ১২ বছরে পা দিল অভিষেক কন্যা ডল। মেয়ে যে অভিনেতার প্রাণ ছিল তা আর বলার অপেক্ষা রাখেনা। প্রতিবছরই ধূমধাম করে মেয়ের জন্মদিন পালন করতেন অভিষেক চট্টোপাধ্যায়। 

 

2/6
বাবা-মা দ্বৈত ভূমিকায় অভিষেকের স্ত্রী
বাবা-মা দ্বৈত ভূমিকায় অভিষেকের স্ত্রী

এবছর সেই দায়িত্ব একাই পালন করলেন অভিনেতার স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায়। মেয়ের জন্মদিনে অভিষেকের শার্ট গায়ে তিনিই হয়ে উঠলেন ডলের বাবা ও মা। 

 

3/6
বাবা-মা দ্বৈত ভূমিকায় অভিষেকের স্ত্রী
বাবা-মা দ্বৈত ভূমিকায় অভিষেকের স্ত্রী

শহরের এক প্রথম সারির হোটেলে ডলের জন্মদিনের পার্টির আয়োজন করেছিলেন তিনি। সাইনার বন্ধু ও কাছের মানুষ মিলিয়ে প্রায় ১০০ জন নিমন্ত্রিত ছিলেন সেই পার্টিতে। 

 

4/6
বাবা-মা দ্বৈত ভূমিকায় অভিষেকের স্ত্রী
বাবা-মা দ্বৈত ভূমিকায় অভিষেকের স্ত্রী

সাইনা জনপ্রিয় কোরীয় পপ গানের দল বিটিএসের অন্ধ ভক্ত। সেই থিমেই বানানো হয়েছিল জন্মদিনের কেক। কুশন, টি শার্ট, টুপি, মাস্কে বিটিএস-এর ছাপ। 

 

5/6
বাবা-মা দ্বৈত ভূমিকায় অভিষেকের স্ত্রী
বাবা-মা দ্বৈত ভূমিকায় অভিষেকের স্ত্রী

সংযুক্তার মতে তিনি বিশ্বাস করেন যে অভিষেক এখনও তাঁদের সঙ্গেই আছেন। সেই মতোই অভিনেতার ছবি হাতে নিয়ে অভিষেকের শার্ট গায়ে পার্টিতে যান সংযুক্তা। 

 

6/6
বাবা-মা দ্বৈত ভূমিকায় অভিষেকের স্ত্রী
বাবা-মা দ্বৈত ভূমিকায় অভিষেকের স্ত্রী

জন্মদিনের সকালে ঘুম থেকে উঠেই বাবার ছবি জড়িয়ে ধরে সাইনা। বাবার থেকে আশীর্বাদও নেয়। 





Read More