Abhishek-Sanjukta Wedding Anniversary: ২০২২ সালে আচমকাই প্রয়াত হন বাংলা ছবির অন্যতম জনপ্রিয় নায়ক অভিষেক চট্টোপাধ্যায়। অভিষেক চট্টোপাধ্যায়ের চলে যাওয়া মেনে নিতে পারেননি তাঁর অনুরাগীরা। এই মৃত্যু মেনে নেননি তাঁর পরিবারও। বুধবার ১৭ তম বিবাহবার্ষিকীতে অভিষেককে খোলা চিঠি লিখলেন স্ত্রী সংযুক্তা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বুধবার অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় ও তাঁর স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায়ের ১৭তম বিবাহবার্ষিকী। বিয়ের একগুচ্ছ ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেতার স্ত্রী।
আচমকাই অভিষেক চট্টোপাধ্যায়ের চলে যাওয়া মেনে নিতে পারেননি তাঁর অনুরাগীরা। এই মৃত্যু মেনে নেননি তাঁর পরিবারও। সংযুক্তা মনে করেন, এখনও সঙ্গেই আছেন অভিষেক কারণ ভালোবাসার কখনও মৃত্যু হয় না।
বুধবার ১৭ তম বিবাহবার্ষিকীতে অভিষেককে খোলা চিঠি লিখলেন স্ত্রী সংযুক্তা।
সংযুক্তা লেখেন, "প্রতিশ্রুতি ও সিঁদুর এখানেই থাকবে.. চিন্তা কোরো না চ্যাম্প... তোমাকে কখনোই ছেড়ে যাব না! আর আমি ইতিমধ্যেই তোমার হাসির শব্দ শুনতে পাচ্ছি এবং আমাকে বলছ... "বাপ রে!!!"
অভিষেক পত্নী আরও লেখেন, "আমাদের ১৭ বছরের শুভেচ্ছা! তুমি আজও একটি সূত্রের মাধ্যমে আমাকে বার্তা পাঠিয়েছ এবং আমরা এখনও ঐক্যবদ্ধ। ভালোবাসা মৃত্যুর সঙ্গে শেষ হয়ে যায় না। মৃত্যুর মধ্য দিয়ে বেঁচে থাকায়, ভালোবাসা জিতে যায়"।
প্রসঙ্গত, ২০২২ সালে আচমকাই প্রয়াত হন বাংলা ছবির অন্যতম জনপ্রিয় নায়ক অভিষেক চট্টোপাধ্যায়। শুধু বড়পর্দায় নয়, ছোটপর্দাতেও তিনি পেয়েছিলেন বিপুল জনপ্রিয়তা।