Actress Hina Khan: হিনা খান প্রতিনিয়ত নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে চলেছেন। পাশাপাশি শেয়ার করছেন নিজের স্টাইলিশ লুকও। নেটপাড়ায় ফের চর্চায় হিনার নতুন রূপ।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হিনা খান হিন্দি ছোট পর্দায় খুব চর্চিত মুখ। মূলত 'ইয়ে রিস্তা ক্যা খেহেলাতা হে' ধারাবাহিক করার পর থেকে তিনি খুব চর্চায় রয়েছেন।
অসামান্য অভিনয় প্রতিভা এবং মানুষের মনের কাছে সহজেই পৌঁছে যাওয়ার জন্য সহজেই নেটপাড়ায় তৈরি করে ফেলেন প্রচুর ফ্যান।
এমনকি তিনি বিগবস ১১-এর প্রতিযোগীও ছিলেন। এবং ওই সিজেনের রানার-আপও ছিলেন।
অভিনয়ের পাশাপাশি হিনা পরিচিত তাঁর ফ্যাশান স্টাইলয়ের জন্যও।
সম্প্রতি হিনা অসাধারণ কিছু ছবি নিজের ইনস্টাগ্রামে ছেড়েছেন।
সেখানেই তাঁকে বস লেডি রূপে দেখা যাচ্ছে। জুন ২০২৪ সালে নিজের ব্রেস্ট ক্যানসার স্টেজ থ্রিয়ের কথা জানিয়েছিলেন। পাশপাশি ভাগ করে নিয়েছিলেন নিজের ভালো হয়ে ওঠার লড়াই করার গল্পগুলি। অসুস্থ থাকা সত্ত্বেও কাজ করে চলেছেন প্রতিনিয়ত।