PHOTOS

বিয়ের জন্মদিন, গৌরব-ঋদ্ধিমার ৩য় বিবাহবার্ষিকীতে ফিরে দেখা বিয়ের দিনের কিছু মুহূর্ত

Advertisement
1/10

২০১৭-র ২৮ নভেম্বর সাতপাকে বাঁধা পড়েছিলেন অভিনেতা গৌরব চক্রবর্তী ও ঋদ্ধিমা ঘোষ। 

 

ছবি-ইনস্টাগ্রাম

2/10

 ২০২০-র ২৮ নভেম্বর, শনিবার তৃতীয় বিবাহবার্ষিকী সেলিব্রেট করেন গৌরব-ঋদ্ধিমা। 

 

 

ছবি-ইনস্টাগ্রাম

3/10

 বিবাহবার্ষিকীর সেলিব্রেশনে গৌরব-ঋদ্ধিমা গিয়েছেন উত্তরাখণ্ডে। 

 

 

ছবি-ইনস্টাগ্রাম

4/10

সম্প্রতি উত্তরাখণ্ডের জিম করবেট জাতীয় উদ্যানের জঙ্গল সাফারির বেশকিছু ছবিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ঋদ্ধিমা। 

 

 

ছবি-ইনস্টাগ্রাম

5/10

তৃতীয় বিবাহবার্ষিকী উপলক্ষে বিয়ের দিনের কিছু মুহূর্তও পোস্ট করেছেন গৌরব ও ঋদ্ধিমা। 

 

 

ছবি-ইনস্টাগ্রাম

6/10

বিয়ের ৩ বছর পার করে গৌরব ও ঋদ্ধিমা এখন সুখী দম্পতি।

 

 

ছবি-ইনস্টাগ্রাম

7/10

সংসার করার পাশাপাশি একাধিক বাংলা ছবিতে গৌরব ও ঋদ্ধিমা দুজনেই জমিয়ে কাজ করছেন। 

 

 

ছবি-ইনস্টাগ্রাম

8/10

গৌরবের সঙ্গে বিয়ের দিনের ছবি পোস্ট করে ঋদ্ধিমা লিখেছেন, ''তোমার বাহুতেই আমি চিরকাল কাটাতে চাই''।

 

 

ছবি-ইনস্টাগ্রাম

9/10

অন্যদিকে রোম্যান্টিক গৌরব লিখেছেন, ''আমার পরাণ যাহা চায় তুমি তাই... ''

 

 

ছবি-ইনস্টাগ্রাম

10/10

গৌরব-ঋদ্ধিমার বিবাহবার্ষিকীতে তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন অসংখ্য অনুরাগী, Zee ২৪ ঘণ্টার তরফেও রইল শুভেচ্ছা।

 

ছবি-ইনস্টাগ্রাম





Read More