PHOTOS

Actor Death: সিনেপাড়ায় শোকের ছায়া! মাত্র ৪৩ বছরে হার্ট অ্যাটাক, প্রয়াত কান্তারা অভিনেতা...

Kantara actor dies of heart attack: কান্তারা পার্ট-১ এর শ্যুটিং শেটে দুংসবাদ। শ্যুটিংয়ের জায়গায় জুনিয়র অভিনেতাদের জন্য হোমস্টের ব্যবস্থা করা হয়। সেখানেই ছবির এক অভিনেতা আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন।

Advertisement
1/6

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০২২ সালে মুক্তি পায় কান্তারা। ঋষভ শেট্টির দক্ষিণী এই ছবি গোটা দেশ সাড়া ফেলে দেয়। ব্যাপক জনপ্রিয়তা পায় এই ছবি। কান্তারা পার্ট ১-এর অধীর অপেক্ষায় দর্শকরা। এই ছবি কান্তারার প্রিক্যুয়েল। কিন্তু তারই শ্যুটিংয়ের মাঝে এল দুসংবাদ।

2/6

জানা গিয়েছে, জুনিয়র শিল্পীদের জন্য হোমস্টের ব্যবস্থা করা হয়েছিল। সেখানেই আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন এক অভিনেতা।

3/6

জনপ্রিয় মিমিক্রি আর্টিস্ট কালাভবন নিজু ওই হোমস্টেতে আচমকাই বুকে তীব্র ব্যথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে তাঁকে কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

4/6

কিন্তু সেখানে নিয়ে গেলেও অভিনেতাকে বাঁচানো হয়নি। মাত্র ৪৩ বছর বয়সেই অভিনেতার মৃত্যু হয়। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার।

5/6

কালাভবন নিজু গত ২৫ বছর ধরে মিমিক্রি আর্টিস্ট হিসাবে কাজ করেছেন। প্রায় দু'দশকেরও বেশি আগে তাঁর কেরিয়ার শুরু হয়েছিল কেরালার মিমিক্রি আর্টিস্টদের সংগঠিত একটি রোডশোর মাধ্যমে।

6/6

সময়ের সঙ্গে সঙ্গে তিনি বিভিন্ন ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। বিশেষ করে 'মালিকাপ্পুরম' ছবিতে উন্নি মুখুন্দন, সাইজু কুরুপ ও দেবা নান্ধার সঙ্গে তাঁর অভিনয় প্রশংসিত হয়। এছাড়াও তাঁকে অ্যাকশন ফিল্ম 'মার্কো'-তেও দেখা গিয়েছিল।





Read More