দীপাবলির আনন্দে মেতে উঠলেন অভিনেতা যশ দাশগুপ্ত।
নিজের পরিবার ও পোষ্যদের সঙ্গেই দীপাবলি সেলিব্রেট করতে দেখা গেল অভিনেতাকে। দীপাবলিতে অনুরাগীদের উদ্দেশ্যে যশের বার্তা ''থাক শুধু আলো , শব্দ নয়, ধোয়া নয়, সবাই থাকুক ভালো।।''
দীপাবলি উদযাপন প্রসঙ্গে যশ বলেন, ''ছোটবেলা থেকেই দীপাবলি উৎসবটা আমার কেটেছে পরিবার এবং বন্ধুদের সাথে নিয়ে, বাড়িতে সবাই আমরা একসঙ্গে থাকতাম, আনন্দ করতাম, আলো দিয়ে গোটা বাড়ি সাজাতাম, সঙ্গে প্রদীপ জ্বালিয়ে উদযাপন করতাম দীপাবলি। তারপর সবাই মিলে একসঙ্গে বাজি ফাটাতাম, প্রচুর আনন্দ হতো সে সময়।''
যশের কথায়, ''এই বছরটা বাকি বছরের থেকে সত্যিই একদম অন্যরকম এ বছরে আমরা কেউই কোনো বাজি ফাটাতে পারবো না, আমি সময় কাটাবো আমার বাড়িতেই পরিবারের সঙ্গে এবং সঙ্গে অবশ্যই থাকছে আমার পোষ্যরা, বড়িতেই আলো দিয়ে সাজিয়ে, আলোর উৎসব উদযাপন করব। আপনাদের প্রত্যেকে জানাই দীপাবলীর অনেক শুভেচ্ছা। দীপাবলি খুব ভালো কাটুক আপনাদের, আলোর মতো ভালো হোক আপনাদের জীবন।''
থাক শুধু আলো ,
— Yash (@Yash_Dasgupta) November 14, 2020
শব্দ নয়, ধোয়া নয়
সবাই থাকুক ভালো।।
This #Diwali2020 let us stay away from crackers and celebrate with the Ray of our Inner Light.
Wishing you and your family a Happy and Safe Diwali #Diwali2020 #NoCrackerDiwali pic.twitter.com/4XZQwmFTAG
দীপাবলি সেলিব্রেশনের একটি ভিডিয়ো শেয়ার করে যশ লিখেছেন, ''এই দীপাবলিতে সকলে বাজি থেকে দূরে থাকুন, আসুন অন্তরের আলোকে জ্বালিয়ে আমরা দীপাবলি উদযাপন করি।''