PHOTOS

Jacqueline Fernandez: হঠাৎ কালীঘাটে জ্যাকলিন ফার্নান্ডেজ, জল্পনা...

Advertisement
1/6
কালীঘাটে জ্যাকলিন
কালীঘাটে জ্যাকলিন

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মঙ্গলবার সকাল সকাল শহর কলকাতায় হাজির অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। 

2/6
কালীঘাটে জ্যাকলিন
কালীঘাটে জ্যাকলিন

এদিনই মুম্বই থেকে কলকাতায় আসেন অভিনেত্রী। সকাল ১০টায় তিনি গিয়েছিলেন দক্ষিনেশ্বরে কালী দর্শনে। সেখানে পুজোও দেন অভিনেত্রী। 

3/6
কালীঘাটে জ্যাকলিন
কালীঘাটে জ্যাকলিন

বিকেলবেলা কালীঘাটে হাজির অভিনেত্রী। কালীতীর্থেও পুজো দেন জ্যাকলিন। 

4/6
কালীঘাটে জ্যাকলিন
কালীঘাটে জ্যাকলিন

জি ২৪ ঘণ্টার ক্যামেরায় উঠে এসেছে কালীঘাটে জ্যাকলিনের এক্সক্লুসিভ ছবি। 

5/6
কালীঘাটে জ্যাকলিন
কালীঘাটে জ্যাকলিন

সবুজ রঙের সালোয়ার কামিজ পরেছিলেন অভিনেত্রী, মাথায় গোলাপী রঙের দোপাট্টা, মুখে মাস্ক। একঝলকে জ্যাকলিনকে দেখে চেনা দায়। 

6/6
কালীঘাটে জ্যাকলিন
কালীঘাটে জ্যাকলিন

তবে হঠাৎ কেন কলকাতায় এলেন  জ্যাকলিন? শুধুমাত্র কী কালীতীর্থে পুজো দিতেই এই ঝটিকা সফর! নাকি এর পেছনে রয়েছে অন্য কোনও কারণ, তা স্পষ্ট নয়। বিগত কয়েকদিন বারংবার ইডির জেরার মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে। সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে তাঁর নামও জড়িয়েছে ২০০কোটির জালিয়াতি মামলায়। 





Read More