PHOTOS

Rani Mukerji Birthday Photo: রানির জন্মদিনের পার্টিতে তারকার হাট, স্ত্রীয়ের জন্য আইসক্রিম কিনতে ব্যস্ত রাস্তায় ক্যামেরাবন্দি আদিত্য চোপড়া

Advertisement
1/7
জন্মদিন উদযাপন
জন্মদিন উদযাপন

নিজস্ব প্রতিবেদন: সোমবার ছিল রানি মুখার্জির ৪৪ তম জন্মদিন। এদিন বান্দ্রায় জন্মদিনের পার্টি থ্রো করেছিলেন রানি। জন্মদিন সেলিব্রেশনে হাজির ছিলেন রানির কাছের বন্ধুরা। 

 

2/7
তিন ইয়ারি কথা
তিন ইয়ারি কথা

বলিউডে রানির তিন পুরনো বন্ধু করণ জোহর, মণীশ মালহোত্রা ও বৈভবী মার্চেন্ট। এদিন রানিকে শুভেচ্ছা জানাতে পার্টিতে হাজির হন তিনজনেই। 

 

3/7
রানি ও বৈভবী
রানি ও বৈভবী

আদিত্য চোপড়া ও রানি মুখার্জি দুজনেরই কাছের মানুষ বৈভবী। 

 

4/7
মণীশ-অনিল
মণীশ-অনিল

এদিনের পার্টিতে আমন্ত্রিত ছিলেন অনিল কাপুর। বার্থডে গার্লের সঙ্গে তাঁকে দেখা না গেলেও পার্টিতে মণীশের সঙ্গে সেলফি তুললেন তিনি। 

 

5/7
জন্মদিনের পোশাক
জন্মদিনের পোশাক

রানি জন্মদিন উপলক্ষে পরেছিলেন সবুজ রঙের ওয়েস্টার্ন পোশাক। 

 

6/7
ক্যামেরাবন্দি আদিত্য
ক্যামেরাবন্দি আদিত্য

স্ত্রীয়ের জন্মদিন বলে কথা! সবসময় লোকচক্ষুর আড়ালে, ক্যামেরার পিছনে থাকতে ভালোবাসেন যিনি সেই আদিত্য চোপড়াকেও দেখা গেল মুম্বইয়ের ব্যস্ত রাস্তায়। স্ত্রীয়ের জন্য আইসক্রিম কিনতে গিয়ে ক্যামেরাবন্দি হন পরিচালক-প্রযোজক। 

 

7/7
বৌদির সঙ্গে
বৌদির সঙ্গে

তবে শুধু বন্ধু বান্ধবই নন, এদিন রানির জন্মদিনের পার্টিতে হাজির ছিলেন রানির পরিবারও। 





Read More