Aditya Singh Rajput Death: মাত্র ৩২ বছর বয়সেই আকস্মিক মৃত্যু টেলিভিশনের তারকা আদিত্য সিং রাজপুতের। জনপ্রিয় অভিনেতার এই মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছে না তাঁর পরিবার, কাছের মানুষ ও ইন্ডাস্ট্রির বন্ধুরা। সোমবার দুপুরে অচৈতন্য অবস্থায় পাওয়া যায় তাঁকে। তড়িঘড়ি অভিনেতাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মঙ্গলবার আদিত্য সিং রাজপুতের শেষকৃত্যে কান্নায় ভেঙে পড়লেন অভিনেতার মা।
৩২ বছরের আদিত্য এভাবে আচমকা চলে যাওয়া মেনে নিতে পারছেন না তাঁর মা।
মঙ্গলবার আদিত্যর শেষ জার্নিতে সামিল হয়েছিলেন তাঁর কাছের বন্ধুরাও।
ওশিয়ারায় আদিত্যের শেষকৃত্যে হাজির ছিলেন রাজীব আদাতিয়া সহ ইন্ডাস্ট্রির আরও অনেক বন্ধুই।
রাজীব ছাড়াও হাজির হয়েছিলেন হর্ষ রাজপুত, রোহিত বর্মা সহ আরও অনেকেই। আদিত্যের মৃত্যুতে কার্যত বাকরুদ্ধ তাঁরা।