Air India AI 171 Crash: কী কারণে টেক অফের পরই ভেঙে পড়ে বিমানটি? উদ্ধার হয়েছে দুর্ঘটনাগ্রস্ত বিমানের ব্ল্যাক বক্স, ভয়েস রেকর্ডার। এখন ধাঁধা সমাধানের অপেক্ষা।
Air India Crash: 'MAYDAY' ঘোষণা করে দিয়েছেন পাইলট। টেক অফের পরই ঝড়ের গতিতে নীচে পড়ছে বিমান। ভেঙে পড়ছে এয়ার ইন্ডিয়ার অভিশপ্ত উড়ান AI 171।
সেই শেষ সময়েও নিজের জীবনের তোয়াক্কা না করে দায়িত্বে অবিচল থাকেন রোশনি সোনঘারে। ২৭ বছরের রোশনি সোনঘারে ছিলেন এয়ার ইন্ডিয়ার অভিশপ্ত AI 171-এর একজন বিমানসেবিকা।
পাশাপাশি তিনি একজন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারও ছিলেন। আমদাবাদ বিমান দুর্ঘটনার শেষ মুহূর্তে অসীম সাহসিকতা পরিচয় দিয়েছিলেন রোশনি।
শেষ মুহূর্তে রোশনি সোনঘারে চেষ্টা করেছিল অভিশপ্ত উড়ানের 'ইমারজেন্সি ডোর' খুলতে। নিজের জন্য নয়। ওই অভিশপ্ত বিমানের যাত্রীদের বাঁচাতে। এমনটাই জানা গিয়েছে।
যদিও সফল হননি তিনি। এয়ার ইন্ডিয়ার উড়ান AI 171 আছড়ে পড়ে আমদাবাদের বি জে মেডিক্যাল কলেজ ও সিভিল হাসপাতালের হস্টেলের উপর।
একজন ছাড়া প্রাণ হারান ওই বিমানের ২৪১ জন যাত্রী। কিন্তু শেষ সময়েও রোশনির এই সাহসকে কুর্নিশ করছেন নেটিজেনরা।