Ahmedabad plane crash Updates: আমদাবাদে বিমানবন্দর থেকে প্লেন ওড়ার কিছু সময়ের মধ্যেই ভেঙে পড়ে ড্রিমলাইনার (Air India Flight AI171, a Boeing 787-8 Dreamliner)। তখন দুপুর ১.১৭ মিনিট। বিমানে যাত্রী ছিলেন ২৪২ জন। মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। কত মৃত্যু?
আমদাবাদ বিমানবন্দর থেকে প্লেন ওঠার কিছু সময়ের মধ্যেই ভেঙে পড়ে বিমান। দুপুর ১.১৭ মিনিটে বিমানটি টেক অফ করে সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (SVPIA থেকে। বিমানে যাত্রী ছিলেন ২৪২ জন। লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার এই ফ্লাইট।
২৪২ জন নিয়ে উড়েছিল সেটি। এতে ছিলেন ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ নাগরিক, ৭ জন পোর্তুগিজ, একজন কানাডার বাসিন্দা।
এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে জানা গিয়েছে, একটি 'মেডে' কল (Mayday call) তারা রিসিভ করেছিল। কিন্তু কিছু পরেই সমস্তরকম কমিউনিকেশন বন্ধ হয়ে যায়।
এই দুর্ঘটনা-মুহূর্তের একটি ভিডিয়োও দেখা গিয়েছে। এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই১৭১টি ভেঙে পড়ার সময়টিকে ধরে রাখা তাতে। দেখা গিয়েছে শুধু কালো ধোঁয়া!
ক্র্যাশের মুহূর্তে দেখা যায়, গলগল করে ধোঁয়া বেরোচ্ছে, আকাশ ছেয়ে গিয়েছে বিপুল পরিমাণ কালো ধোঁয়ায়। নীচে বিশাল ধ্বংসস্তূপে আগুনের লেলিহান শিখার উন্মাদ নৃত্য। চারিদিকে পোড়া জিনিসপত্র, ছাই, ধোঁয়া। এবং মৃতদেহের পর মৃতদেহ। বিভীষিকা!
বিমানটি ওড়ার প্রায় সঙ্গে-সঙ্গেই বিমানবন্দর-সংলগ্ন কোনও এক পাঁচিলের সঙ্গে ধাক্কা খেয়েছে বলে অনুমান করা হচ্ছে।
তবে, যেটা পরিষ্কার জানা গিয়েছে, বিমানটি ডাক্তারি হস্টেল বিল্ডিংয়ে ঢুকে পড়ে। এখন, সেটা ওই পাঁচিলে ধাক্কা খাওয়ার পরে, নাকি ওই হস্টেলের বিল্ডিংয়ের দেওয়ালের সঙ্গেই ধাক্কা লাগার পরে, তা এখনও পরিষ্কার নয়।
জানা গিয়েছিল, একটা ইঞ্জিন-ইস্যু তৈরি হয়েছিল। ইঞ্জিন নাকি কাঁপছিল। সেই মতো সংশ্লিষ্ট উইন্ডোতে জরুরি বার্তাও গিয়েছিল। কিন্তু ঠিক কী ঘটেছিল? ব্ল্যাকবক্স উদ্ধার না-হওয়া পর্যন্ত কিছুই নিশ্চিত করে বলা যাচ্ছে না।