Air India crash: টেক অফের পরই ২৪২ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান AI 171।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্ত্রী, ৩ সন্তানকে নিয়ে সপরিবারে লন্ডনে যাচ্ছিলেন নতুন জীবন শুরু করতে। কিন্তু বাধ সাধল নিয়তি। ভাগ্যের পরিহাসে অভিশপ্ত AI 171 দুর্ঘটনায় সপরিবারে শেষ হয়ে গেলেন আইটি কর্মী প্রতীক যোশী।
আদতে রাজস্থানের বানসওয়ারার বাসিন্দা প্রতীক যোশী গত ৬ বছর ধরেই লন্ডনে ছিলেন। এবার সন্তানদের ভবিষ্যতের জন্য স্ত্রী ও ৩ সন্তানদের লন্ডনে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন।
যে কারণে ২ দিন আগেই প্রতীকের চিকিৎসক স্ত্রী কোমি ব্যাস নিজের চাকরি ছেড়ে দেন। দূর দেশে লন্ডনে নতুন করে জীবন 'সেটল' করার জন্য স্ত্রী কোমি ও ৩ সন্তানকে নিয়ে যাত্রা শুরু করেন অভিশপ্ত AI 171-এ।
টেক অফের আগে স্ত্রী-সন্তানদের নিয়ে সপরিবারে একটি সেলফিও তোলেন প্রতীক। ক্যামেরার দিকে তাকিয়ে সবার হাসিমুখের সেই সেলফি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। যে ছবি দেখে চোখের জল ধরতে রাখতে পারছেন না কেউই।
শোকস্তব্ধ রাজস্থানের বানসওয়াড়া। নতুন জীবন শুরুর আগেই গোটা পরিবারটি গতকাল নিশ্চিহ্ন হয়ে গিয়েছে মর্মান্তিক এই বিমান দুর্ঘটনায়। প্রতীক ও কোমির ৩ সন্তানের মধ্যে ২ সন্তান যমজ। যমজ প্রদ্যুৎ এবং নকুলের বয়স ৫ বছর। আর মেয়ে মিরায়ার বয়স ৮।
বৃহস্পতিবার আমদাবাদের মেঘানিনগরে টেক অফের পরই ২৪২ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান AI 171। দুর্ঘটনায় একজন ছাড়া ২৪১ যাত্রী-ই প্রাণ হারিয়েছেন।
একটি মেডিক্যাল কলেজের হস্টেলের উপর ভেঙে পড়ে লন্ডনগামী ড্রিমলাইনার। দুর্ঘটনায় মেডিক্যাল কলেজের হস্টেলেরও ২৪ জনের মৃ্ত্যু হয়েছে। মোট প্রাণহানি ২৬৫।