Air India Crash: টেক অফের মিনিটের মধ্যেই ভেঙে পড়ে লন্ডনগামী AI171। মাত্র একজন যাত্রী ছাড়া মৃত্যু হয় ক্রু মেম্বার সহ বিমানের ২৪১ জন যাত্রীর।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: "জানি না কাল থাকবে কি না...তাই আজ এই মুহূর্তটা নিজের ভালোবাসার মানুষের সঙ্গে, প্রিয় মানুষের সঙ্গে প্রাণভরে বেঁচে নাও।" বলছেন সাগর পাটিল। আমদাবাদ বিমান দুর্ঘটনার 'শিকার' এক হতভাগ্য প্রেমিক।
পেশায় মডেল-অভিনেতা সাগর অভিশপ্ত AI 171 উড়ানের বিমানসেবিকা মণীষা থাপার প্রেমিক। যাঁর স্বপ্নের, ভালোবাসার অপমৃত্যু ঘটেছে ১২ জুন দুপুরে।
দুর্ঘটনার পর ভাইরাল হয়ে যায় প্রেমিকাকে হারিয়ে সাগরের স্তব্ধ হয়ে বসে থাকার ছবি। কান্নার ভিডিয়ো। চোখে জল, কণ্ঠ রুদ্ধ। এই কঠিন বাস্তব পরিস্থিতি কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি।
সেই সাগর লিখছেন,"জানি না কী বলব...যার মধ্যে দিয়ে যাচ্ছি, চেষ্টা করছি সেখান থেকে সেরে ওঠার। শুধু এটাই বলব, নিজের ভালোবাসার মানুষের সঙ্গে সময় কাটাও।"
সকলের আশীর্বাদ ও প্রার্থনা কামনা করেছেন সাগর। মণীষাকে নিজের 'লাকি চার্ম' বলে সাগর আরও লিখেছেন,'আমি সবসময় চাইতাম মানুষ আমাকে চিনুক, আমাকে পছন্দ করুক। কিন্তু ও বলত, বিখ্যাত হওয়ার প্রয়োজন নেই। কারণ জীবন যত প্রাইভেট থাকবে, ততই সহজভাবে কাটানো যাবে, কারও নজর লাগবে না।'
সাগরের আক্ষেপ, 'জানি না কার নজর লেগে গেল! যাওয়ার আগে ও আমাকে গোটা পৃথিবীর ভালবাসা পাইয়ে দিয়ে গেল। নাম পেলাম, মানুষ আমার পাশে দাঁড়াল। শুধু ও... ও আমার লাকি চার্ম ছিল আর সব সময় থাকবে।'