PHOTOS

Ahmedabad Plane Crash: ২৭৫ জনের মৃত্যু! কেন ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার অভিশপ্ত উড়ান? প্রাথমিক রিপোর্ট...

Ahmedabad Plane Crash Preliminary Report: টেক অফের পরই বিপদ আঁচ করতে পেরে এটিসিকে 'MAYDAY! MAYDAY! MAYDAY!' পাঠান পাইলট।

Advertisement
1/8
আমদাবাদ বিমান দুর্ঘটনা
আমদাবাদ বিমান দুর্ঘটনা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের উড়ান ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা আমদাবাদ বিমান দুর্ঘটনা।

2/8
আমদাবাদ বিমান দুর্ঘটনা
আমদাবাদ বিমান দুর্ঘটনা

১২ জুন আমদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তজার্তিক বিমানবন্দর থেকে টেক অফের ৩০ সেকেন্ড পরই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বোয়িং ড্রিমলাইনার 787-8।

3/8
আমদাবাদ বিমান দুর্ঘটনা
আমদাবাদ বিমান দুর্ঘটনা

আমদাবাদের মেঘানিনগরে বিজে মেডিক্যাল কলেজ ও সিভিল হাসপাতালের হস্টেলের উপর ভেঙে পড়ে AI 171 বিমানটি। যাত্রী, ক্রু মেম্বার ও সাধারণ মানুষ সহ প্রাণ হারান ২৭৫ জন। 

4/8
আমদাবাদ বিমান দুর্ঘটনা
আমদাবাদ বিমান দুর্ঘটনা

টেক অফের পরই বিমান ভেঙে পড়ার সম্ভাব্য কারণ হিসেবে উঠে এসেছে, ডুয়াল ইঞ্জিন ফেলিওর তত্ত্ব। উঠে এসেছে অন্তর্ঘাতের সম্ভাবনার কথাও।

5/8
আমদাবাদ বিমান দুর্ঘটনা
আমদাবাদ বিমান দুর্ঘটনা

এখন তদন্তের প্রাথমিক রিপোর্ট সামনে আসার পরই জানা যাবে এই ভয়াবহ বিমান দুর্ঘটনার পিছনে আসল কারণ। আজ সেই রিপোর্ট প্রকাশ করতে পারে AAIB।

6/8
আমদাবাদ বিমান দুর্ঘটনা
আমদাবাদ বিমান দুর্ঘটনা

প্রসঙ্গত, দুর্ঘটনার পরই উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে বেসামরিক উড়ান পরিবহন মন্ত্রক। ওদিকে উদ্ধার হয়েছে দুর্ঘটনাগ্রস্ত বিমানের ২টি ব্ল্যাকবক্স-ই।

7/8
আমদাবাদ বিমান দুর্ঘটনা
আমদাবাদ বিমান দুর্ঘটনা

ফ্লাইট ডেটা রেকর্ডার (FDR) ও কয়েকপিট ভয়েস রেকর্ডার (CVR) থেকে দুর্ঘটনাগ্রস্ত উড়ান সম্পর্কে কী তথ্য পাওয়া গেল, তা জানতে উৎসুক হতভাগ্য প্রত্য়েকটি পরিবার সহ আপামর দেশবাসী।

8/8
আমদাবাদ বিমান দুর্ঘটনা
আমদাবাদ বিমান দুর্ঘটনা

উল্লেখ্য, টেক অফের পরই সম্ভাব্য বিপদ আঁচ করতে পেরে এটিসিকে বিপদসংকেত 'MAYDAY! MAYDAY! MAYDAY!' বার্তা পাঠান অভিশপ্ত AI 171-র পাইলট।





Read More