Ahmedabad Plane Crash Preliminary Report: টেক অফের পরই বিপদ আঁচ করতে পেরে এটিসিকে 'MAYDAY! MAYDAY! MAYDAY!' পাঠান পাইলট।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের উড়ান ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা আমদাবাদ বিমান দুর্ঘটনা।
১২ জুন আমদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তজার্তিক বিমানবন্দর থেকে টেক অফের ৩০ সেকেন্ড পরই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বোয়িং ড্রিমলাইনার 787-8।
আমদাবাদের মেঘানিনগরে বিজে মেডিক্যাল কলেজ ও সিভিল হাসপাতালের হস্টেলের উপর ভেঙে পড়ে AI 171 বিমানটি। যাত্রী, ক্রু মেম্বার ও সাধারণ মানুষ সহ প্রাণ হারান ২৭৫ জন।
টেক অফের পরই বিমান ভেঙে পড়ার সম্ভাব্য কারণ হিসেবে উঠে এসেছে, ডুয়াল ইঞ্জিন ফেলিওর তত্ত্ব। উঠে এসেছে অন্তর্ঘাতের সম্ভাবনার কথাও।
এখন তদন্তের প্রাথমিক রিপোর্ট সামনে আসার পরই জানা যাবে এই ভয়াবহ বিমান দুর্ঘটনার পিছনে আসল কারণ। আজ সেই রিপোর্ট প্রকাশ করতে পারে AAIB।
প্রসঙ্গত, দুর্ঘটনার পরই উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে বেসামরিক উড়ান পরিবহন মন্ত্রক। ওদিকে উদ্ধার হয়েছে দুর্ঘটনাগ্রস্ত বিমানের ২টি ব্ল্যাকবক্স-ই।
ফ্লাইট ডেটা রেকর্ডার (FDR) ও কয়েকপিট ভয়েস রেকর্ডার (CVR) থেকে দুর্ঘটনাগ্রস্ত উড়ান সম্পর্কে কী তথ্য পাওয়া গেল, তা জানতে উৎসুক হতভাগ্য প্রত্য়েকটি পরিবার সহ আপামর দেশবাসী।
উল্লেখ্য, টেক অফের পরই সম্ভাব্য বিপদ আঁচ করতে পেরে এটিসিকে বিপদসংকেত 'MAYDAY! MAYDAY! MAYDAY!' বার্তা পাঠান অভিশপ্ত AI 171-র পাইলট।