AI Photo: ইদানিং বেশ ট্রেন্ডিং এআইয়ের তৈরি ইমেজ। নিজের ইচ্ছামতো যে কোনও ছবিকেই মনের মতো রূপ দেওয়া যায়। কিন্তু এবার হঠাৎ সামনে এল বাচ্চাদের কিছু মজাদার লুক। এক আর্টিস্ট এই ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। মূহুর্তের মধ্য়ে ভাইরাল গিয়েছে ছবিগুলি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিপজ্জনক অ্যাডভেঞ্চারে ব্যস্ত দুধের শিশুরা। সোলো রক ক্লাইম্বিং করছে এক বাচ্চা।
আর এক বাচ্চা সার্ফিং করছে মাঝ সমুদ্রে। আনন্দ এবং এক্সসাইটমেন্টের এক্সপ্রেশন ভরপুর শিশুটি।
মুখে এবার ভয়ের ছাপ! এক বেবি প্রথম বেস জাম্পিং করতে যাচ্ছে।
আকাশের মাঝে এক মুখ হাসির সঙ্গে পুরো কসটিউমে তৈরি এক শিশু। স্কাই ডাভিং করছে সে।
তীব্র জলের স্রোতের মাঝে উত্তেজনায় ভরা মুখ। একদম পারফেক্ট এক্সপ্রেশন। রিভার রাফ্টিং করতে ব্যস্ত করতে এক শিশু।
আবার এক গাল হেসে ষাঁড়ের পিঠে চড়ে মজা করছে এক শিশু।
মাউন্টেন রাইডে উত্তেজিত বেবি রাইডার।
মাউন্ট এভারেস্টের শিখরে এক বাচ্চা। পরনে সাদা পাফার জ্যাকেট আর জোশ ভরা মুখের প্রতিক্রিয়া।
স্কেটবোর্ডিং করতে করতে অবাক উত্তেজনায় আর এক শিশু।