ভারতীয় ফুটবলে নজির স্থাপন করলেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি প্রফুল প্যাটেল।
প্রথম ভারতীয় হিসেবে ফিফা-র এক্সিকিউটিভ কাউন্সিলে নির্বাচিত হলেন প্রফুল প্যাটেল।
শনিবার কুয়ালালামপুরে এএফসি কংগ্রেসে ৩৮ ভোট পেয়ে ফিফা এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্যপদ পেলেন প্রফুল প্যাটেল।
আগামী চার বছরের জন্য ফিফার সদস্যপদে থাকবেন তিনি।
ফিফা কাউন্সিলে মনোনীত হওয়ার পর প্রফুল প্যাটেল জানান, বিশ্ব মঞ্চে ভারতীয় ফুটবলকে ছড়িয়ে দিতে নিজের সেরাটা উজাড় করে দেবেন তিনি।