Medical Students Jumping Off Balcony after Air India Plane Crash: ছেয়ে গিয়েছে ভয়াবহ সব ভিডিয়োয়। বিমান এসে আছড়ে পড়তেই সাক্ষাৎ মৃত্যু থেকে বাঁচতে লাফ দিলেন মেডিক্যাল পড়ুয়ারা। ব্যালকনি থেকে চাদর আঁকড়ে নামলেন বিল্ডিংয়ের নীচে। দেখে শিউরে উঠবেন!
প্লেনের লেজ যখন হস্টেলে আঘাত করল তখন পড়ুয়ারা লাঞ্চ করছিলেন। ক্য়ান্টিনে ৩০ জন খাচ্ছিলেন।
লন্ডনগামী এয়ার ইন্ডিয়া ফ্লাইট আমদাবাদ এয়ারপোর্টের পার্শ্ববর্তী বিজে মেডিক্যাল কলেজ হস্টেলে ধাক্কা মারে।
হস্টেলের তিনতলা বা চারতলা থেকে পড়ুয়ারা জীবনের ঝুঁকি নিয়ে নীচে নামতে শুরু করে দিয়েছিলেন সেদিন।
মর্মান্তিক ছবি! কুলকুল করে ধোঁয়া বেরোচ্ছে। আগুনের তাপ, পোড়া গন্ধ, লোকজন সব আতঙ্কে চিৎকার করছে।
অনেক ডাক্তারি পড়ুয়াই স্রেফ বারান্দার রেলিং ধরে নীচে নেমে যেতে চেষ্টা করছিলেন। কেউ কেউ আবার বিছানার চাদর দড়ির মতো করে তা রেলিংয়ে বেঁধে এবং সেটা ধরে ধরে নামার চেষ্টা করেন।
তবে সঙ্গে সঙ্গেই ফায়ার ফাইটারের দল এসে গিয়েছিল। তারা ল্যাডার ব্যবহার করে পড়ুয়াদের নিরাপদে নীচে নামিয়ে আনার কাজ করছিলেন।
প্লেন ভেঙে পড়া মাত্রই ডাক্তারি ছাত্রদের মধ্যে ৩০ জনই পুড়ে ছাই। বাকিরা কোনও ক্রমে বাঁচেন। তখন হস্টেলে সবে তাঁরা খেতে বসেছেন। লাঞ্চ আর হল না, ঢলে পড়লেন মৃত্যুমুখে।