Air India Jammu Flight: ফের এয়ার ইন্ডিয়ার বিমানে বিপত্তি। ফ্লাইটটি জম্মু বিমানবন্দরের চারপাশে একাধিকবার চক্কর কাটে, এরপর রাজধানী দিল্লিতেই আবার ফিরে যায়। বিমানটি জম্মুর আকাশসীমায় বেশ কয়েকবার ঘোরাফেরা করার পর ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন পাইলট।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সোমবার দুপুরে ফের দিল্লি থেকে জম্মু হয়ে শ্রীনগর যাওয়ার পথে একটি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইট আবার দিল্লি ফিরে যায়।
ফ্লাইটটি ফিরে যাওয়ার কারণ হিসেবে একটি প্রযুক্তিগত সমস্যার কথা বলা হয়েছে।
ফ্লাইটটি জম্মু বিমানবন্দরের চারপাশে একাধিকবার চক্কর কাটে, এরপর রাজধানী দিল্লিতেই আবার ফিরে যায়।
এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাইট নম্বর IX-2564 দুপুর নাগাদ জম্মুতে অবতরণ করার কথা ছিল, তারপর শ্রীনগরের উদ্দেশে রওনা হওয়ার কথা। কিন্তু কিছুক্ষণ আকাশে ঘোরার পর, পাইলট সিদ্ধান্ত নেন যে জম্মুতে অবতরণ না করে দিল্লিতেই ফিরে যাবেন।
রানওয়ে পরিষ্কার ছিল এবং অবতরণের জন্য উপযুক্ত অবস্থায় ছিল। তবুও পাইলট ঘোষণা করেন যে বিমানটি জম্মুতে নামবে না, বরং আবার দিল্লিতে ফিরে যাবে।
বিমানটি জম্মুর আকাশসীমায় বেশ কয়েকবার ঘোরাফেরা করার পর ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
সূত্রের খবর, আবহাওয়া ও রানওয়ে পরিষ্কার থাকলেও পাইলট সম্ভবত সঠিক অবতরণের জায়গা খুঁজে পাননি।
বিমানে প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়, সেটি ফিরে আসার পর দিল্লি-জম্মু রুটে অন্য একটি বিকল্প বিমান পাঠানো হয় — এমনটাই জানিয়েছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস-এর একজন মুখপাত্র।