অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা। ফের এয়ার ইন্ডিয়া। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি নামার পরই তার লেজের অংশে আগুন লেগে যায়।
মঙ্গলবার হংকং থেকে দিল্লি আসছিল এয়ার ইন্ডিয়ার AI 315 বিমান। বিমানটি পার্ক করার পরই বিমানের অক্সিলিয়ারি পাওয়ার ইউনিটে আগুন লেগে যায়।
যে সময় বিমানটিতে আগুন লেগে যায় সেইসময় বিমান থেকে যাত্রীরা বেরিয়ে আসছিলেন। ভাগ্যক্রমে যাত্রী ও ক্রুরা সবাই নিরাপদে বেরিয়ে আসেন।
বিমানে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছে এয়ার ইন্ডিয়া। সংস্থার তরফে বলা হয়েছে, হংকং-দিল্লির এয়ার ইন্ডিয়ার এআই ৩১৫ ফ্লাইটটি ল্যান্ড করার পর সেটির অক্সিলিয়ারি পাওয়ার ইউনিটে আগুন লেগে যায়।
বিবৃতিতে আরও বলা হয়েছে, আগুন লাগলেও যাত্রীদের নিরাপদেই নামিয়ে আনা হয়। পাশাপাশি পাওয়ার ইউনিটটি নিজে নিজেই বন্ধ হয়ে যায়।
বিমানটির সামান্য ক্ষতি হয়েছে। আপাতত বিমানটিকে বসিয়ে দেওয়া হয়েছে। কীভাবে আগুন তা নিয়ে তদন্ত করা হবে।