Rare Rajyog After 100 Years on Akshaya Tritiya 2025: অক্ষয় তৃতীয়া। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় দিনে এই তিথি পড়ে। মনে করা হয়, এদিন যে পুণ্য সঞ্চয় হয়, তার কোনও ক্ষয়-ব্যয় নেই। দিনটিতে অনেকেই শুভ কাজ সম্পন্ন করেন। কেননা অত্যন্ত শুভ দিন এটি। এবারের অক্ষয় তৃতীয়া অতি বিশিষ্ট। কেন জানেন তো?
অক্ষয় তৃতীয়ার দিনটি শাস্ত্রমতে দারুণ শুভ। এদিন অনেকেই পুজো করেন বাড়িতে, বা অন্য বড় কাজ করেন। গাড়িবাড়ি কেনা বা তার রেজিস্ট্রেশন। তবে এ বছর অক্ষয় তৃতীয়ার দিনটি কিন্তু আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে।
কেন? বেশ কিছু কারণে। প্রথম কারণ হল, ১০০ বছর পরে গ্রহ-নক্ষত্রের এক অতি বিশেষ অবস্থান। এ বছর অক্ষয় তৃতীয়ায় তৈরি হতে চলেছে এক দারুণ যোগ-- রাজযোগ।
আসুন, আর একটু ব্যাখ্যা করা যাক। এ বছর অক্ষয় তৃতীয় পালিত হবে ৩০ এপ্রিল, বুধবার, আগামীকাল। এদিন বৃষরাশিতে বৃহস্পতি এবং চন্দ্রের মিলনে তৈরি হবে গজকেশরী রাজযোগ। এদিন তৈরি হচ্ছে অক্ষয় যোগও। এছাড়াও মীন রাশিতে চতুর্গ্রহী, মালব্য এবং লক্ষ্মী নারায়ণ রাজযোগও তৈরি হচ্ছে। এই একাধিক শুভ যোগের প্রভাবে সব রাশির জাতক-জাতিকাই উপকৃত হবেন। তবে বিশেষভাবে লাভবান হবেন ৩ রাশির জাতক-জাতিকা। কারা?
বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য অক্ষয় তৃতীয়ার দিনটি দারুণ হতে চলেছে। এঁরা জীবনের সব ক্ষেত্রেই বিপুল সাফল্য পাবেন। এঁদের এমনকি ধনসম্পত্তি লাভের সম্ভাবনাও আছে। সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। চাকরিক্ষেত্রে বেতনবৃদ্ধি-সহ পদোন্নতির যোগ।
রাজযোগের প্রভাবে সিংহরাশির জাতক-জাতিকারা অক্ষয় লাভ করবেন। এই সময়ে এঁরা পরিশ্রমের ফল পাবেন। যাঁরা ব্যবসায়ী তাঁরা বিপুল লাভের মুখ দেখবেন। আটকে থাকা কাজ হয়ে যাবে, আটকে থাকা টাকাও পাবেন। চাকরিজীবী জাতক-জাতিকাদের প্রচুর লাভের সম্ভাবনা। আধ্যাত্মিকতার দিকে ঝোঁক হবে। বাড়ি-গাড়ি কেনার যোগ।
এই রাশির জাতকজাতিকাদের জন্য অক্ষয় তৃতীয়া দিনটি অসাধারণ হতে চলেছে। এই সময়ে এঁদের দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলি সম্পূর্ণ হবে। পরিশ্রমের ফলও মিলববে। নানা দিকেই অপরিসীম সাফল্যলাভ হবে এঁদের। প্রচুর ধনসম্পত্তি লাভও হতে পারে।
(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)