Worshipping Dakshinavarti Shankh on Akshaya Tritiya: অক্ষয় তৃতীয়া। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় দিনে এই তিথি পড়ে। মনে করা হয়, এদিন যে পুণ্য সঞ্চয় হয়, তার কোনও ক্ষয়-ব্যয় নেই। দিনটিতে অনেকেই শুভ কাজ সম্পন্ন করেন। কেননা অত্যন্ত শুভ দিন এটি। এবারের অক্ষয় তৃতীয়া অতি বিশিষ্ট। কেন জানেন তো?
অক্ষয় তৃতীয়ার দিনটি শাস্ত্রমতে দারুণ শুভ। এদিন অনেকেই পুজো করেন বাড়িতে। কোন দেবতার পুজো করা হয়? সাধারণত, মা লক্ষ্মী বা নারায়ণের পুজো করা হয় এদিন।
তবে, অনেকেই এদিন শুধু দেবতারই পুজো করেন না, করেন শাঁখপুজোও।
কীরকম শাঁখ পুজো করা উচিত? বলা হয়, এদিন দক্ষিণাবর্ত শাঁখই পুজো করা বিধি।
কেন? কারণ, দক্ষিণাবর্ত শাঁখকে বিষ্ণুর প্রতীক হিসাবে বিবেচনা করা হয়।
দক্ষিণাবর্ত শঙ্খকে লক্ষ্মী শঙ্খও বলা হয়। দক্ষিণাবর্ত শঙ্খকে পুজো করা মানে, মা লক্ষ্মীকে পুজো করা।
দক্ষিণাবর্ত শাঁখ খুবই শুভ। এটি সৌভাগ্যের প্রতীক। বলা হয়, অক্ষয় তৃতীয়ার দিন ঘরের উত্তর দিকে বা ঈশান কোনে এই দক্ষিণাবর্তী শাঁখ রেখে পুজো করলে সংসারের বিপুল মঙ্গল হয়। মেলে লক্ষ্মীর অঢেল কৃপা। সংসারে উপচে পড়ে ধনসম্পত্তি। আসে শান্তি।
(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)