PHOTOS

Earthquake: ৭.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল গোটা উপকূল, প্রবল সুনামির সতর্কবার্তা...

Earthquake: কম্পনের উত্স ছিল মাটি থেকে ৩৬ কিলোমিটার গভীরে। এখানে কমপক্ষে ১৩০টি ঘুমন্ত আগ্নেয়গিরিও রয়েছে। ফলে সেসব যে কোনও সময় জেগে উঠতে পারে

 

Advertisement
1/6
আলাস্কা
আলাস্কা

প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল আলাস্কা উপকূল।

2/6
কম্পনের মাত্রা
কম্পনের মাত্রা

আমেরিকার ন্য়াশনাল সেন্টার ফর সিসমোলজির রিপোর্ট অনুযায়ী কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেল ৭.৩।

3/6
কম্পনের উত্স
কম্পনের উত্স

ওই ভূমিকম্পের পর সুনামির সতর্কবার্তা দিয়েছে আমেরিকার সুনামি ওয়ার্নিং সিস্টেম। কম্পনের উত্স ছিল মাটি থেকে ৩৬ কিলোমিটার গভীরে। ফলে তার আফটার শকে সুনামি হতে পারে বলে জানানো হয়েছে।

4/6
সুনামির সতর্কবার্তা
সুনামির সতর্কবার্তা

আলাস্কা উপকূলে বেশ খানিকটা অঞ্চলে সুনামির সতর্কবার্তা দেওয়া হয়েছে।

 

5/6
উপকূলে সতর্ক মানুষজন
উপকূলে সতর্ক মানুষজন

সুনামির সতর্কবার্তর অর্থ আলাস্কার বেশ কিছু অঞ্চল থেকে মানুষজনকে সুমদ্রের কাছাকাছি অঞ্চল থেকে সরে যেতে হবে।

6/6
আগ্নেয়গিরি
আগ্নেয়গিরি

আলাস্কার ওই অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ এলাকা। এখানে কমপক্ষে ১৩০টি ঘুমন্ত আগ্নেয়গিরিও রয়েছে। ফলে সেসব যে কোনও সময় জেগে উঠতে পারে।





Read More