PHOTOS

Alia Bhatt Paris Fashion Week debut: প্যারিস ফ্যাশন উইকে ডেবিউ! মেটালিক করসেটে আলিয়া ব়্যাম্পে পা রাখতেই...

Alia Bhatt: গত বছরই হলিউডে পা রেখেছেন আলিয়া ভাট। গ্যাল গাডোটের সঙ্গে হার্ট অফ স্টোনে দেখা যায় তাঁকে। এরপরই সম্প্রতি প্যারিস ফ্যাশন উইকে ডেবিউ করলেন অভিনেত্রী। আর প্রথমদিনেই আলিয়াকে ঘিরে অন্যই চিত্র চোখে পড়ল প্যারিসে। 

Advertisement
1/8
আলিয়া ম্যাজিক
আলিয়া ম্যাজিক

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পুজোয় মুক্তি পেতে চলেছে আলিয়ার ছবি জিগরা। তার আগেই বিদেশে নয়া চমক দিলেন অভিনেত্রী। 

2/8
আলিয়া ম্যাজিক
আলিয়া ম্যাজিক

এই প্রথমবার প্যারিস ফ্যাশন উইকে ব়্যাম্পে হাঁটলেন আলিয়া। 

3/8
আলিয়া ম্যাজিক
আলিয়া ম্যাজিক

প্যারিস ফ্যাশন উইকে প্রথমবার পা রেখেই নজর কেড়েছেন অভিনেত্রী। 

4/8
আলিয়া ম্যাজিক
আলিয়া ম্যাজিক

আলিয়ার সঙ্গে ওই একই ব়্যাম্পে দেখা যায় একাধিক অভিনেত্রীকে। ছিলেন ঐশ্বর্যও। 

5/8
আলিয়া ম্যাজিক
আলিয়া ম্যাজিক

এদিন আলিয়ার পরনে ছিল কালো রঙের প্যান্ট ও সঙ্গে মেটালিক করসেট। 

6/8
আলিয়া ম্যাজিক
আলিয়া ম্যাজিক

মেটালিক করসেটে আলিয়ার লুক ছিল নজরকাড়া। 

7/8
আলিয়া ম্যাজিক
আলিয়া ম্যাজিক

প্যারিস ফ্যাশন উইকের ব়্যাম্পে এদিন আলিয়া পা রাখতেই তাঁকে ঘিরে চোখে পড়ে উচ্ছ্বাস। 

8/8
আলিয়া ম্যাজিক
আলিয়া ম্যাজিক

আলিয়া আলিয়া ধ্বনিতে ভরে ওঠে দর্শকমহল। ফ্লাইং কিস ছুড়ে দেন নায়িকাও। হার্ট সিম্বল দেখিয়ে ভালোবাসাও জাহির করেন। 





Read More