হিতকর কাজের জন্য নিজের পছন্দের দামি আলেকজান্ডার ম্যাককুইন গাউন দান করে দিতে চলেছেন আলিয়া।
'মিসু' 'চ্যারিটি সেল'-এ পাওয়া যাবে আলিয়ার এই আলেকজান্ডার ম্যাককুইন গাউন।
আলিয়ার কথায়, ''নিজেদের জামাকাপড় দান করার মানসিকতা ধীরে ধীরে হলেও বিকাশ লাভ করছে। একই পোশাকের একাধিকবার ব্যবহারের প্রয়োজনীয়তা আরও বেশি করে মানুষের বোঝা উচিত। এটা কঠিন কাজ হলেও পরিবেশ, পরিস্থিতির স্বার্থেই এই মানসিকতা ছড়িয়ে দেওয়া উচিত।''
আলিয়া আরও বলেন, ''আমাদের রোজকার জীবনে পরিবেশের স্বার্থেই আরও বেশি সচেতন হওয়া দরকার। আমাদের নেওয়া এই ছোট ছোট পদক্ষেপই সমাজে বড় পরিবর্তন আনতে পারে। আমিও ছোট একটি পদক্ষেপ নিয়েছি। পরে আরও অনেক কিছু করতে পারবো বলে আশা রাখি। ''
এতদিন আমার ওয়ারড্রবে থাকা আমার অত্যন্ত পছন্দের পোশাক আমি হিতকর কাজে দান করতে চলেছি। যেটা বিক্রির টাকা পশুদের জন্য কাজ করা একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে দেওয়া হবে। যাঁর কিনা বন্য ও গৃহপালিত পশুদের উদ্বারের কাজ করে থাকে।
আলেকজান্ডার ম্যাককুইন গাউন ছাড়াও নিজের ওয়ারড্রবের বেশকিছু পোশাক আলিয়া দান করতে চলেছেন বলে খবর।