PHOTOS

Ranveer-Alia in Kolkata: মমতার নাম সহ বাদ পড়েছে ‘খেলা হবে’ সংলাপ? কলকাতায় এসে মুখ খুললেন আলিয়া...

Rocky Aur Rani Kii Prem Kahaani: কলকাতায় হাজির আলিয়া রণবীর। তাঁদের আগামী ছবির একটি গান তাঁরা লঞ্চ করলেন কলকাতায়। গানটি সম্পর্কে আলিয়া বলেন, ‘সেলিব্রেশনের গান। রকি আর রানিতে আপনারা দেখেছেন যে একসঙ্গে দুটো কালচারকে তুলে ধরা হয়েছে। এই গান হল দুর্গাপুজো সেলিব্রেশনের গান।এই গানে দুই ফ্যামিলি জুড়বে’। পাশাপাশি সেন্সর বোর্ড নিয়েও মুখ খোলেন অভিনেত্রী।

Advertisement
1/7
কলকাতায় আলিয়া-রণবীর
কলকাতায় আলিয়া-রণবীর

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মুক্তির অপেক্ষায় করণ জোহর(Karan Johar) পরিচালিত ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’(Rocky Aur Rani Kii Prem Kahaani)।

 

2/7
কলকাতায় আলিয়া-রণবীর
কলকাতায় আলিয়া-রণবীর

সোমবার কলকাতায় ছবির প্রচারে হাজির ছিলেন ব্যস্ত রণবীর সিং(Ranveer Singh) ও আলিয়া ভাট(Alia Bhatt)। বলিউডের দুই তারকার সঙ্গে হাজির ছিলেন চূর্ণী গঙ্গোপাধ্যায় ও টোটা রায়চৌধুরীও।

 

3/7
কলকাতায় আলিয়া-রণবীর
কলকাতায় আলিয়া-রণবীর

মুক্তির আগেই সেন্ট্রাল বোর্ড অফ সার্টিফিকেশন (CBFC) অর্থাৎ সেন্সর বোর্ডের কোপে পড়েছে ছবির কিছু সংলাপ।

 

4/7
কলকাতায় আলিয়া-রণবীর
কলকাতায় আলিয়া-রণবীর

ছবির ট্রেলারেই শোনা গেছে খেলা হবে। তবে এখানেই শেষ নয়, খেলা হবের পাশাপাশি এই ছবিতে ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee) নিয়েও একটি সংলাপ।

 

5/7
কলকাতায় আলিয়া-রণবীর
কলকাতায় আলিয়া-রণবীর

সাংবাদিক সম্মেলনেও উঠল সেই প্রসঙ্গ।

 

6/7
কলকাতায় আলিয়া-রণবীর
কলকাতায় আলিয়া-রণবীর

আলিয়া বলেন, ‘খেলা হবে সংলাপটা সরানো হয়নি। সিবিএফসির তরফ থেকে কয়েকটা মাইনর কাট বলেছিল। সেটা নির্দেশ অনুযায়ী পরিবর্তন করা হয়েছে। সেন্সর বোর্ডের সিদ্ধান্ত মেনে নিয়েছি। খেলা হবে বাদ পড়েনি। আমার আর জয়া ম্যামের মাঝে একটি সিন রয়েছে, সেখানে একটা সিক্যুয়েন্স আছে। সেখানেই এই সংলাপ আছে। এই বিষয়ে বিশেষ কথা বললে সিনটা পুরো বলতে হয়। তাই কম বলাই ভালো। সিনেমা রিলিজের পরেই জানা যাবে কেন আমি ‘খেলা হবে’ বলেছি’।

 

7/7
কলকাতায় আলিয়া-রণবীর
কলকাতায় আলিয়া-রণবীর

কলকাতার হলুদ ট্যাক্সি নিয়ে একটি অভিনব প্রচার করতেও দেখা গেল আলিয়া ও রণবীরকে।





Read More