Brazil plane crash: সূত্র অনুযায়ী জানা গিয়েছে, বিমানটি প্রথমে বাড়ির চিমনিতে ধাক্কা মারে। এরপর পাশের একটি মোবাইল ফোনের দোকানের উপর আছড়ে পড়ে।
ভেঙে পড়ল আস্ত বিমান। গুড়িয়ে গেল দোকান বাড়ি। রবিবার দক্ষিণ ব্রাজিলের গ্রামাদো অঞ্চলে মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১০ জনের।
পাশাপাশি ১৫ জনের বেশি আহত হয়েছেন বলে জানা যাচ্ছে।
সূত্র অনুযায়ী জানা গিয়েছে, বিমানটি প্রথমে বাড়ির চিমনিতে ধাক্কা মারে। এরপর পাশের একটি মোবাইল ফোনের দোকানের উপর আছড়ে পড়ে।
ব্রাজিল প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অল্প যাত্রী বহনে সক্ষম ‘পাইপার শিয়েন ৪০০ টার্বোপ্রপ’ বিমান ছিল এটি।
পাশাপাশি জনবহুল অঞ্চলে ভেঙে পড়ার কারণে আহত হয়েছেন স্থানীয় বাসিন্দারা। ১৫ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।