PHOTOS

Eastern Railway: স্টেশনে আর ট্রেন থামবে না ৩০ সেকেন্ডের বেশি! পূর্ব রেলের সিদ্ধান্তে...

Local Train: পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, বিভিন্ন শহরতলী স্টেশনগুলোতে ট্রেনগুলো যেন ৩০ সেকেন্ডের বেশি না থামে। ঘড়ি ধরে ৩০ সেকেন্ড দাঁড়াবে ট্রেন, তার বেশি নয়।

Advertisement
1/7
রেল
রেল

শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: ক্যানিং, ডায়মন্ড, নামখানা হোক বা বারাসাত, বনগাঁ - শিয়ালদহ ডিভিশনে কলকাতা থেকে শহরতলীর যাতায়াতের প্রধান ব্যবস্থা হল রেল। 

2/7
রেল
রেল

এবার সেখানেই কঠোর নিয়ম চালু করল শিয়ালদহ ডিভিশন। যার ফলে যাত্রীরা ভোগান্তিতে পড়তে পারেন বলে মনে করছেন অনেকেই।

3/7
রেল
রেল

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, বিভিন্ন শহরতলী স্টেশনগুলোতে ট্রেনগুলো যেন ৩০ সেকেন্ডের বেশি না থামে। ঘড়ি ধরে ৩০ সেকেন্ড দাঁড়াবে ট্রেন, তার বেশি নয়।

4/7
রেল
রেল

এই অর্ডার আগেও ছিল। কিন্তু বহু ক্ষেত্রে তা বিভিন্ন ট্রেনের ক্ষেত্রে মানা হচ্ছিল না। ফের একবার এই অর্ডার জারি করল রেল।

 

5/7
রেল
রেল

প্রায়ই রেলের কাছে অভিযোগ আসে ট্রেন লেটে চলছে।  সেই সমস্যা থামাতেই এই নির্দেশিকা জারি।

6/7
রেল
রেল

কিন্তু এর জেরে বিতর্কও দেখা দিয়েছে। অনেকে মনে করছেন শিয়ালদহ ডিভিশনে প্রচুর মানুষ যাতায়াত করেন। বিশেষত অফিস টাইমে মারাত্মক ভিড় হয়। তাই এত কম সময়ে যেকোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে। 

7/7
রেল
রেল

তবে পূর্ব রেল জানিয়েছে, নির্দিষ্ট কিছু স্টেশনে ৩০ সেকেন্ডের বেশি স্টপেজ দেওয়া যাবে। উল্লেখ করে দেওয়া আছে কোথায় কতক্ষণ স্টপেজ দেওয়া যাবে।





Read More