Nibhrite...jawtone... https://t.co/PtKc3P2zYu
— Srijit Mukherji (@srijitspeaketh) October 22, 2020
আজ মহাষষ্ঠী। অনুরাগীদের শারদীয়া শুভেচ্ছা জানিয়েছেন টালিগঞ্জের তারকারা। সকলকে দুর্গাপুজোর শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের অভিনেত্রী, সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলা। স্ত্রীর সেই টুইটই ফের রি-টুইট করেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।
সকলকে জানাই শারদীয়ার অনেক অনেক অভিনন্দন এবং ভালবাসা। সবাই ভালো থাকুন এবং নিজের আর পরিবারের সকলের খেয়াল রাখুন। সতর্কতা বজায় রেখে উৎসব পালন করুন।#Durgapuja2020 #Staysafe pic.twitter.com/Vw86sextnM
— Jeet (@jeet30) October 22, 2020
সকলকে শারদীয়া অভিনন্দন জানানোর পাশাপাশি সতর্কতা মেনে চলার কথা মনে করিয়েছেন জিৎ।
শুভ শারদীয়া pic.twitter.com/k5zcxyt9i9
— subhashree ganguly (@subhashreesotwe) October 22, 2020
সকলকে শারদীয়া শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
Durga Pujo has started..
— RUKMINI MAITRA (@RukminiMaitra) October 22, 2020
Ghumo magar Dhyan Se!
Maintain safety protocols and remember that a Mask is a Must!#Password to a safe Pujo pic.twitter.com/JBhhBgjg9h
সকলকে পুজোর শুভেচ্ছা জানানোর পাশাপাশি সতর্কতা মেনে চলার কথা মনে করিয়ে দিয়েছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র।
শুভ মহাষষ্ঠী pic.twitter.com/doNMrOvRTx
— Mimssi (@mimichakraborty) October 22, 2020
অনুরাগীদের শুভ ষষ্ঠী জানিয়েছেন সাংসদ, অভিনেত্রী মিমি চক্রবর্তী।
May the Goddess grant prosperity to all and help them to survive the tough times... #sasthi #thought #prayers #spreadlove #festivemood #durgapuja2020 pic.twitter.com/ebjBHwX4Cm
— Arpita Chatterjee (@ArpitaCP) October 22, 2020
সকলকে শুভ ষষ্ঠী জানিয়েছেন অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়।
এই বছর এতো মনখারাপ এর মাঝেও আমরা মা দূর্গা-র আগমনীতে আমাদের মন একই রকম ভাবে মেতে উঠেছে ! শুধু প্রয়োজন একটু সাবধানতা আর সচেনতা !
— Rituparna Sengupta (@RituparnaSpeaks) October 22, 2020
সকলের পুজো খুব ভালো কাটুক! ভালো থাকুন সবাই!
শারদ শুভেচ্ছা pic.twitter.com/EdsgonjCUx
সকলকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
শুভ শারদীয়ার শুভেচ্ছা জানাই সকলকে। সকলের পুজো কাটুক খুব আনন্দে৷ নিজে ভালো থাকুন এবং সবাইকে ভালো রাখুন। pic.twitter.com/q5S0higOHW
— Raj chakrabarty (@iamrajchoco) October 22, 2020
সকলকে শারদীয়া শুভেচ্ছা জানিয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী।