PHOTOS

International Women's day celebrated at Sealdaha: ট্রেন চালানো থেকে RPF, টিকিট বুকিং থেকে চেকিং, নারী দিবসে শিয়ালদহে দায়িত্বে শুধু-ই মেয়েরা!

International Women's day celebrated at Sealdaha station: ট্রেন চালানো থেকে টিকিট চেকিং, টিকিট কাউন্টারে, নারী দিবসে আজ শিয়ালদহ স্টেশনের সর্বত্রই নারীদের জয়জয়কার। 

 

Advertisement
1/7
শিয়ালদহ স্টেশনে আন্তর্জাতিক নারী দিবস পালন
শিয়ালদহ স্টেশনে আন্তর্জাতিক নারী দিবস পালন

অয়ন ঘোষাল: অর্ধেক আকাশ নয়। পুরো আকাশটাই হোক একজন নারীর। নারীর সমানাধিকার। সেই সমানাধিকারকে গুরুত্ব দিয়েই আজ নারী দিবস পালন হল শিয়ালদহ ডিভিশনে। এদিন শিয়ালদহ স্টেশনে সব ধরনের কাজের সম্পূর্ণ দায়িত্বে ছিলেন শুধু মহিলা রেলকর্মীরা-ই।

 

2/7
শিয়ালদহ স্টেশনে আন্তর্জাতিক নারী দিবস পালন
শিয়ালদহ স্টেশনে আন্তর্জাতিক নারী দিবস পালন

১৯৭৫ সালে রাষ্ট্রসংঘ ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করে। তখন থেকে এই দিনটি লিঙ্গসমতা প্রচার, সিটিরিওটাইপকে চ্যালেঞ্জ, নারীর অধিকার অর্জন ও নারীর ক্ষমতায়নের একটি বিশ্বব্যাপী উদযাপনে পরিণত হয়েছে।

3/7
শিয়ালদহ স্টেশনে আন্তর্জাতিক নারী দিবস পালন
শিয়ালদহ স্টেশনে আন্তর্জাতিক নারী দিবস পালন

এদিন যেমন শিয়ালদহ স্টেশনে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। নারী দিসব উপলক্ষে বিভিধ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এদিন। 

4/7
শিয়ালদহ স্টেশনে আন্তর্জাতিক নারী দিবস পালন
শিয়ালদহ স্টেশনে আন্তর্জাতিক নারী দিবস পালন

যেমন আজ সকাল ১১টায় কৃষ্ণনগর থেকে মাতৃভূমি লোকাল ৩১৮০২ ডিএন সমস্ত মহিলা সদস্য, গার্ড এবং লেডি আরপিএফ কন্টিনজেন্ট নিয়ে শিয়ালদহ স্টেশনে পৌঁছয়।

5/7
শিয়ালদহ স্টেশনে আন্তর্জাতিক নারী দিবস পালন
শিয়ালদহ স্টেশনে আন্তর্জাতিক নারী দিবস পালন

পাশাপাশি এদিন শিয়ালদহ স্টেশনের সমস্ত টিকিট রিজার্ভেশন কাউন্টার ও অসংরক্ষিত টিকিট কাউন্টারেও ছিলেন মহিলা কর্মীরা-ই।

 

6/7
শিয়ালদহ স্টেশনে আন্তর্জাতিক নারী দিবস পালন
শিয়ালদহ স্টেশনে আন্তর্জাতিক নারী দিবস পালন

সেইসঙ্গে এদিন শিয়ালদহ স্টেশনে টিকিট চেকিংয়েরও দায়িত্বে ছিল শিয়ালদহের অ্যাসিসট্যান্ট কর্মাশিয়াল ম্যানেজার মহুয়া দাসের নেতৃত্বে একটি সম্পূর্ণ মহিলা টিকিট চেকিং স্কোয়াড। 

 

7/7
শিয়ালদহ স্টেশনে আন্তর্জাতিক নারী দিবস পালন
শিয়ালদহ স্টেশনে আন্তর্জাতিক নারী দিবস পালন

আন্তর্জাতিক নারী দিবসের শুভ উপলক্ষে শিয়ালদহ ডিভিশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়  সকল নারীকে।





Read More