Hindu Marriage: আদালতের নির্দেশে বিতর্ক। আগেও হাইকোর্টের অন্য রায়ে বিতর্ক ছড়িয়েছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ডিভোর্স সংক্রান্ত মামলায় আদালতের বড় নির্দেশ।
দুই হিন্দুর মধ্যে বিয়ে পবিত্র, এক বছরের মধ্যে ডিভোর্স হবে না। নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের।
বিচারপতি অশ্বনী কুমার মিশ্র এবং বিচারপতি দোনাদি রমেশের ডিভিশন বেঞ্চ এই রায় দেয়।
নিশান্ত ভরদ্বাজ এবং ঋষিকা গৌতম হিন্দু বিবাহ আইন ১৯৫৫-র ১৩বি ধারার আওতায় বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করেছিলেন।
যে মামলাতেই এক বছরের মধ্যে বিবাহ বিচ্ছেদে নিষেধাজ্ঞার বিষয়টি ওঠে।
আদালত বলে, দুই হিন্দুর মধ্যে বিয়ে পবিত্র আর তার বিচ্ছেদ শুধুমাত্র আইনে অনুমোদিত কারণের জন্যই অনুমোদিত হবে।