PHOTOS

Alzheimer Disease: মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে না তো? সতর্ক না হলেই বিপদ

Advertisement
1/5
রক্ত ও মস্তিষ্কের (blood-to-brain pathway) মধ্যে সম্পর্ক রয়েছে
রক্ত ও মস্তিষ্কের (blood-to-brain pathway) মধ্যে সম্পর্ক রয়েছে

নিজস্ব প্রতিবেদন: সম্প্রতি অস্ট্রেলিয়ার একটি  আলজাইমার নিয়ে  গবেষণায় প্রমাণিত, যেখানে রক্ত ও মস্তিষ্কের (blood-to-brain pathway) মধ্যে সম্পর্ক রয়েছে ৷

 

2/5
মস্তিষ্কে রক্তক্ষরণই আলজাইমারের জন্য দায়ী
মস্তিষ্কে রক্তক্ষরণই আলজাইমারের  জন্য দায়ী

বিশ্বজুড়ে Australia-র পারথ, কার্টিন বিশ্ববিদ্যালয়ের  একদল গবেষক জানিয়েছেন, মস্তিষ্কে রক্তক্ষরণই আলজাইমারের  জন্য দায়ী ৷

3/5
গবেষকেরা জানেন না কোথা থেকে এই অ্যামাইলয়েড তৈরি হয়
গবেষকেরা জানেন না কোথা থেকে এই অ্যামাইলয়েড তৈরি হয়

Director at Curtin Health Innovation Research Institute, CHIRI-এর অধ্যাপক বলেন, "আমরা আগে জানতাম যে মস্তিষ্কে বিটা-অ্যামাইলয়েড (beta-amyloid) নামের প্রোটিন জমতে শুরু করলে আলজাইমার রোগ হয় ৷ কিন্তু গবেষকেরা জানেন না কোথা থেকে এই অ্যামাইলয়েড তৈরি হয়, আর কেনই বা মস্তিষ্কে তা জমা হয় ৷"

4/5
আলজাইমারে ভুগতে থাকা রোগীর মস্তিষ্কে দূষিত প্রোটিন (toxic protein) পদার্থ জমা হয়
আলজাইমারে ভুগতে থাকা রোগীর মস্তিষ্কে দূষিত প্রোটিন (toxic protein) পদার্থ জমা হয়

গবেষকদের মতে, আলজাইমারে ভুগতে থাকা রোগীর মস্তিষ্কে দূষিত প্রোটিন (toxic protein) পদার্থ জমা হয় ৷ এতে মস্তিষ্কে ফ্যাট বহনকারী রক্ত ক্ষরিত হয়।

5/5
খাদ্যাভ্যাসে পরিবর্তন আর কিছু ওষুধের মাধ্যমে এই ঝুঁকি কমানো সম্ভব
খাদ্যাভ্যাসে পরিবর্তন আর কিছু ওষুধের মাধ্যমে এই ঝুঁকি কমানো সম্ভব

গবেষকেরা আরও জানিয়েছেন, খাদ্যাভ্যাসে পরিবর্তন আর কিছু ওষুধের মাধ্যমে এই ঝুঁকি কমানো সম্ভব ৷





Read More