Ambubachi 2025 Dates, History, Mystery, Ambubachi Dos & Donts: অম্বুবাচীর সময়ে এই পৃথিবী ঋতুমতী হন বলে মনে করা হয়। আর পৃথিবীর এই ঋতুমতী হয়ে ওঠার জন্য়ই অনেক নিয়মকানুন মানা হয়। অনেক বিধিনিষেধও থাকে এ সময়ে। কী কী?
এক আশ্চর্য রিচ্যুয়াল এই অম্বুবাচী। স্বামীহারা মহিলাদের অম্বুবাচী পালন করতে দেখা যায়।
মনে করা হয়, অম্বুবাচীতে এই ধরিত্রী ঋতুমতী হন। কী হয়? বর্ষায় বৃষ্টিতে সিক্ত হয়ে ধরিত্রী উর্বরা হয়ে ওঠেন। বর্ষায় ধরিত্রীমাতার এই সিক্ত হয়ে ওঠাটাকেই তাঁর ঋতুমতী হওয়ার সঙ্গে তুলনা করা হয়।
অম্বুবাচীর একটি প্রবৃত্তি ও একটি নিবৃত্তি হয়। প্রবৃত্তি মানে, শুরু। নিবৃত্তি মানে, শেষ। তিন দিন ধরে পালন করা হয় অম্বুবাচী।
উর্বরতার প্রতীক এই অম্বুবাচী। অন্যতম এক শাক্ত পার্বণ। এই উপলক্ষে ২২ থেকে ২৫ জুন পর্যন্ত বন্ধ থাকবে কামাখ্যা মন্দিরের গর্ভগৃহ। এখানে অম্বুবাচী মেলা হয়। বহু লোকসমাগম হয়। কামাখ্যায় তান্ত্রিক আচার-অনুষ্ঠান হয়। সারা বছরই প্রচুর সাধু-সন্ন্যাসী যান।
সতীপীঠের অন্যতম দেবী কামাখ্যা মন্দিরে এই তিথিতে বিশেষ উৎসব পালন করা হয়। কামাখ্যা যোনীপীঠ। মিথ, সেখানে দেবীর প্রস্তরযোনি আছে, তা থেকে নাকি রক্ত নিঃসৃত হয়! আশ্চর্য!
২২ জুন, ৭ আষাঢ়, রবিবার অম্বুবাচী প্রবৃত্তি তথা অম্বুবাচী শুরু, দুপুর ২টো ৫৬ মিনিট ৩ সেকেন্ড। অম্বুবাচী নিবৃত্তি তথা শেষ হবে ১০ আষাঢ়, বুধবার ২৫ জুন, রাত ৩টে ১৯ মিনিট ১৭ সেকেন্ড গতে। অনেকে সেই হিসেবে নিবৃত্তি-দিন ২৬ জুন ধরছে।
অম্বুবাচীর তিন দিন বন্ধ থাকে সব ধরনের মাঙ্গলিক কাজ তথা শুভ কাজ। যেমন বিয়ে, উপনয়ন, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ। শুধু তাই নয়, এই সময় কৃষিকাজ সংক্রান্ত কোনও কাজও করা হয় না। ধরিত্রীমাতার গায়ে আঘাত করা এই সময়ে বিধেয় নয়, তাই। এমনকি, জামাকাপড় কাচাও এই সময় বন্ধ রাখা হয়। খুবই সাবধানে থাকতে হয় এই সময়ে। দেবীর কোপে না পড়াই তো শ্রেয়।
(Disclaimer: প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হচ্ছে, কোনও সুপারিশ করা হচ্ছে না।)