PHOTOS

Kolkata: শাহি সভায় শহরে যানজট? বিকল্প রুটে কীভাবে যাবেন, জেনে নিন

Advertisement
1/7
ধর্মতলায় আজ শাহি সভা
ধর্মতলায় আজ শাহি সভা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ধর্মতলায় আজ শাহি সভা। জেলা থেকে কলকাতামুখী বিজেপি কর্মী-সমর্থকরা। 

 

2/7
ধর্মতলায় আজ শাহি সভা
ধর্মতলায় আজ শাহি সভা

শিয়ালদহ ও হাওড়ায় জমায়েত কর্মী-সমর্থকদের। হাওড়া থেকে স্ট্র্যান্ড রোড হয়ে ধর্মতলামুখী মিছিল।

 

3/7
ধর্মতলায় আজ শাহি সভা
ধর্মতলায় আজ শাহি সভা

ওদিকে শিয়ালদহ থেকে এসএন ব্যানার্জি হয়ে ধর্মতলায় পৌঁছাবে মিছিল। 

 

4/7
ধর্মতলায় আজ শাহি সভা
ধর্মতলায় আজ শাহি সভা

ফলে আজ শহরের রাস্তায় যানজটের আশঙ্কা করছে পুলিস। যে জন্য বিকল্প রুটের ব্যবস্থা করেছে পুলিস।

 

5/7
ধর্মতলায় আজ শাহি সভা
ধর্মতলায় আজ শাহি সভা

উত্তর কলকাতার গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে সিআর অ্যাভিনিউ থেকে বিবি গাঙ্গুলি স্ট্রিট হয়ে দক্ষিণ কলকাতার দিকে।

 

6/7
ধর্মতলায় আজ শাহি সভা
ধর্মতলায় আজ শাহি সভা

দক্ষিণ কলকাতাতে জহরলাল নেহেরু রোড থেকে ডোরিনা ক্রসিং, কাউন্সিল হাউজ স্ট্রিট থেকে সেন্ট্রাল অ্যাভিনিউর দিকে যাচ্ছে গাড়ি।

 

7/7
ধর্মতলায় আজ শাহি সভা
ধর্মতলায় আজ শাহি সভা

এছাড়াও এপিসি রোড হয়ে উত্তর ও দক্ষিণ কলকাতার দিকে যাচ্ছে গাড়ি।





Read More