India Pakistan War: প্রতিদিন একের পর এক পোস্টে শুধু পোস্ট নম্বর লিখতেন। অথচ একটা শব্দও লিখতেন না। কী হল অমিতাভ বচ্চনের? প্রশ্ন উঠছিল সকলের মনে। রবিবার ভোর ৫.১৫ মিনিট নাগাদ এক্সে নীরবতা ভাঙলেন অভিনেতা। বোঝা গেল পহেলগাঁওয়ের ঘটনায় শোকস্তব্ধ অমিতাভ।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ঘটে যাওয়া জঙ্গিহানায় বাকরুদ্ধ হয়ে যায় গোটা দেশ।
সোশ্যাল মিডিয়ায় প্রায় সব বিষয় নিয়েই বক্তব্য রাখেন অমিতাভ বচ্চন। তবে এই ঘটনার পরে একটি শব্দও লেখেননি তিনি।
প্রতিদিন একের পর এক পোস্টে শুধু পোস্ট নম্বর লিখতেন। অথচ একটা শব্দও লিখতেন না।
কী হল কিংবদন্তির? প্রশ্ন উঠছিল সকলের মনে। রবিবার ভোর ৫.১৫ মিনিট নাগাদ এক্সে নীরবতা ভাঙলেন অভিনেতা।
তাঁর পোস্ট পড়েই বোঝা গেল, এই শোক যেন তাঁর ব্যক্তিগত শোক।
পাশাপাশি অপারেশন সিঁদুরের জয়গানও শোনা গেল অমিতাভের অক্ষরে অক্ষরে।
তিনি লেখেন, "ছুটির দিনগুলি উদযাপন করার সময়, সেই রাক্ষসটি নিরীহ দম্পতিকে টেনে বাইরে নিয়ে যায়, স্বামীকে উলঙ্গ করে, এবং তার কর্তব্য পালনের পরে, তাকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে, এমনকি স্ত্রী হাঁটু গেড়ে বসে কাঁদতে কাঁদতে তার স্বামীকে হত্যা না করার অনুরোধ করার পরেও; সেই কাপুরুষ দানব তার স্বামীকে নির্মমভাবে গুলি করে, স্ত্রীকে বিধবা করে"।
"যখন স্ত্রী বলল 'আমাকেও মেরে ফেলো'!! তাই রাক্ষস বলল, 'না! তুমি গিয়ে বলো '…'!মেয়ের মানসিক অবস্থা সম্পর্কে, আমার পূজনীয় বাবুজির একটি কবিতার লাইন মনে পড়ল" লেখেন অমিতাভ।
অভিনেতা লেখেন, ধরো, সেই মেয়ে "...." এর কাছে গিয়ে বলল: "আমার হাতে চিতার ছাই, পৃথিবী সিঁদুর চাইছে".. (বাবুজির লাইন), তাহলে "..." আমি তোমাকে সিঁদুর দিয়েছি! অপারেশন সিঁদুর!"
ভারতীয় সেনার উদ্দেশ্যে তিনি লেখেন, "জয় হিন্দ । জয় হিন্দের সেনাবাহিনী । তুমি কখনো থামবে না; তুমি কখনো পিছু হটবে না; তুমি কখনো মাথা নত করবে না"।