Ladakh Earthquake: ভোররাতে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কার্গিল। জানা গিয়েছে, ভূমিকম্পের মাত্রা ৫.২।
অয়ন ঘোষাল: দোলের দিন কাকভোরে কেঁপে উঠল লাদাখের কার্গিল। ভূমিকম্প এতটাই শক্তিশালী ছিল যে লাদাখ পর্যন্ত সেই কম্পন অনুভূত হল।
শুক্রবার রাত ২টো ৫০ মিনিট নাগাদ ভূমিকম্প হয় কার্গিলে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.২।
জানা গিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল।
ভূমিকম্পে এখনও বড় ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
লেহ ও লাদাখ সিসমিক জোন-৪ এর উপরে অবস্থিত, যা অত্যন্ত ভূমিকম্প প্রবণ। হিমালয়ের নীচে থাকা টেকটনিকাল প্লেটের সংঘর্ষের কারণে প্রায়শই ভূমিকম্প অনুভূত হয়।
এক মাসে একাধিকবার ভূমিকম্প হয়েছে। গত ৮ মার্চ নেপালে শক্তিশালী ৫.১ মাত্রার ভূমিকম্প হয়, যার কম্পন ভারত, বাংলাদেশ, চিন ও ভুটানেও অনুভূত হয়েছিল। তার আগে গত মাসে অসমে ৫ মাত্রার ভূমিকম্প হয়েছিল।