PHOTOS

বাগদানের পর প্রিয়াঙ্কাকে ভারতে রেখে আমেরিকা চলে গেলেন নিক!

Advertisement
1/5

শনিবারই প্রিয়াঙ্কার সঙ্গে বাগদান হয়েছে মার্কিন পপ গায়ক নিক জোনাসের। 

2/5

বাগদানের দিন নিক ও ভারতীয় রীতি নিয়ম মেনেই সব আচার অনুষ্ঠান সেরেছেন। এমনকি ওই দিন নিকের পরিবারকেও ভারতীয় পোশাকেই দেখা যায়।

3/5

শনিবার বাগদানের পর রবিবার এর অনাশ শিশুদের হোমে সময় কাটান প্রিয়াঙ্কা ও নিক। 

4/5

সবকিছু মেটার পর রবিবারই নিক ও তাঁর পরিবারকে মার্কিন মুলুকেই ফিরে যেতে দেখা যায়। 

5/5

তবে সোমবার নিক ও তাঁর পরিবারের সঙ্গে আমেরিকা ফিরতে দেখা গেল না প্রিয়াঙ্কা চোপড়াকে। তিনি আপাতত এদেশেই রয়েছেন।





Read More