Press photographers exhibition: সারা বছর তাঁরা ঘোরেন খবরের সন্ধানে। কাঁধে ক্যামেরার ব্যাগ নিয়ে ছুটে বেড়ান দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত। সারা বছর তাঁদের চোখ থাকে ক্যামেরার ভিউ ফাইন্ডারে। তাঁদেরই তোলা ছবি, পাঠকদের হৃদয় ছুঁয়ে গিয়েছে, আজ তাঁরা যেন পাঠকদের মুখোমুখি।
অর্নবাংশু নিয়োগী: চিত্র সাংবাদিকদের ছবি নিয়ে শুরু হয়েছে প্রদর্শনী ‘চিত্র যেথা ভয়শূন্য’।
সংবাদমাধ্যমে প্রকাশিত এবং অপ্রকাশিত ছবি নিয়ে ধর্মতলায় সিধো-কানহো ডহরে প্রদর্শনী চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। ২৬৫টি প্রকাশিত, অপ্রকাশিত ছবি নিয়ে সেজে উঠেছে প্রদর্শনী ‘চিত্র যেথা ভয়শূন্য’।
গত বছর থেকেই সরস্বতী পুজোয় ধর্মতলার কাছে এমন আয়োজন শুরু করেছে কলকাতা ফোটোজার্নালিস্টস’ অ্যাসোসিয়েশন।
সেখানেই জায়গা পেয়েছে প্রবীণ থেকে নবীন চিত্র সাংবাদিকদের বিভিন্ন সময়ের ছবি।
গত বছরের চেয়ে এ বার ছবির সংখ্যা, চিত্র সাংবাদিকদের অংশগ্রহণ, দুই-ই বেড়েছে।
প্রদর্শনী যাতে পথচলতি মানুষের চোখে পড়ে, সে ভাবেই সাজানো হয়েছে।