Rs 5 Notes: হয়তো আপনি যে কোনও ৫ টাকার নোট নিয়ে হাজির হবেন। কিন্তু যে কোনও ৫ টাকার নোট নয়, দিতে হবে বিশেষ সিরিজের ৫ টাকার নোট
ডাকটিকিট থেকে কয়েন, দেশি বিদেশি মুদ্রা থেকে কয়েন, অনেকে জমিয়ে রাখেন হবি হিসেবে। একসময় দেশলাইয়ে বাক্স জমানোর শখও দেখা গিয়েছে কারও কারও মধ্যে। সোশ্যাল মিডিয়ায় দাবি 'টাইমস বুল'-এর খবর অনুযায়ী কারও নোট জমানোর শখই তাকে বড়লোক করে দিতে পারে।
কিছুদিন আগে পর্যন্ত হাতে হাতে ঘুরত ৫ টাকার নীল নোট। সেই নোটের সংখ্যা এখন কমেছে। তার বদলে এসেছে কয়েন। কিন্তু পুরনো ৫ টাকার নোটই আপনাকে দিতে পারে কয়েক লাখ টাকার মালিক। এমনই এক মেসেজ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
পুরস্কারের লোভে হয়তো আপনি যে কোনও ৫ টাকার নোট নিয়ে হাজির হবেন। কিন্তু যে কোনও ৫ টাকার নোট নয়, দিতে হবে বিশেষ সিরিজের ৫ টাকার নোট। তাহলেই মিলবে ৬ লাখ টাকা পুরস্কার।
আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার কাছে থাকা ৫ টাকার নোটে যে নম্বর রয়েছে তা ৭৮৬ সিরিজের কিনা। পাশাপাশি দেখতে হবে টাকায় থাকা ছবিতে ট্রাক্টর দিয়ে জমি চাষ করার ছবি রয়েছে কিনা।
সোশ্যাল মিডিয়ায় এরকমই একটি মেসেজ ঘুরছে। কিন্তু এরকম কথা ঠিক নয়। রিজার্ভ ব্যাংক কাউকে এরকম কোনও নোট কেনাবেচার অনুমতি দেয় না। তাই এরকম কিছু করার আগে কয়েকবার ভাবুন।