Deadliest Green Anaconda in Kolkata: সবুজ অ্যানাকোন্ডা। আমাজনের দৈত্য অ্যানাকোন্ডা। হলুদ অ্যানাকোন্ডার চেয়েও সবুজ অ্যানাকোন্ডা বড়। বেশ কয়েক বছর ধরে এর খোঁজ চলছিল। কেউ হদিস দিতে পারছিল না। তবে হাল ছাড়েনি আলিপুর। অবশেষে এল সাফল্য। ঘরে আসতে চলেছে সাপ।
এবার কলকাতায় ভয়ংকর সাপ! অপেক্ষার অবসান। কেন্দ্রীয় জু অথরিটি ছাড় দিতেই সবুজ অ্যানাকোন্ডা নিতে চেন্নাই ছুটে যাচ্ছে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাংক থেকে তাদের নিয়ে আসা হচ্ছে। এটি একটি এক্সচেঞ্জ প্রসেস। এর বিনিময়ে আলিপুর চিড়িয়াখানা চেন্নাইকে দেবে শাঁখামুটি সাপ।
দেশের একমাত্র মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাংক রয়েছে সবুজ অ্যানাকোন্ডা। আলিপুরে হলুদ অ্যানাকোন্ডাও সেখান থেকেই নিয়ে আসা হয়েছিল। তাই সবুজ অ্যানাকোন্ডা চেয়ে প্রথমে মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাংকেরই দ্বারস্থ হয়েছিল চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
প্রথমে তারা রাজি হয়নি। এ নিয়ে দীর্ঘ টানাপোড়েন চলে। অবশেষে আলিপুর চিড়িয়াখানাকে সবুজ অ্যানাকোন্ডা দিতে রাজি হয় তারা। তবে, কেন্দ্রীয় জু অথরিটির ছাড়পত্র না মেলায় নতুন এই সর্প-অতিথিদের নিজেদের ঘরে নিয়ে আসতে পারছিল না আলিপুর চিড়িয়াখানা।
আলিপুর চিড়িয়াখানার অধিকর্তা জানান, কেন্দ্রীয় জু অথিরিটির ছাড়পত্র এসেছে। এবার আর চেন্নাই থেকে সবুজ অ্যানাকোন্ডা নিয়ে আসার ক্ষেত্রে কোনও বাধা রইল না। আগামী সপ্তাহের মধ্যে একটি টিম চেন্নাই যাবে।
মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্ক চারটি সবুজ অ্যানাকোন্ডার শাবক পাঠাচ্ছে। তবে একসঙ্গে তাদের নিয়ে আসা হবে না। ধাপে ধাপে আনা হবে বলে জানা গিয়েছে।
এদিকে সবুজ অ্যানাকোন্ডার জন্য চিড়িয়াখানা কর্তৃপক্ষ অনেক আগেই ঘর তৈরি করে রেখেছিল। এত দিন সেই ঘর খালিই পড়ে ছিল। তবে নতুন অতিথিদের জন্য বরাদ্দ করা সেই ঘর এবার নতুন করে সাজিয়ে তুলতে ব্যস্ত হয়ে পড়েছেন চিড়িয়াখানার কর্মীরা।
সবুজ অ্যানাকোন্ডা বিশ্বের সবচেয়ে ভারী এবং বিশ্বের সবচেয়ে লম্বা সাপগুলির একটি। আমেরিকার সবচেয়ে বড় সাপ এরা। যার দৈর্ঘ্য ৫.২১ মিটার বা ১৭ ফুটের চেয়েও বেশি হতে পারে! পূর্ণবয়স্ক পুরুষ গ্রিন অ্যানাকোন্ডার চেয়ে পূর্ণবয়স্ক স্ত্রী অ্যানোকোন্ডার দৈর্ঘ্য একটু কম হয়-- এদের গড় দৈর্ঘ্য প্রায় ৪.৬ মিটার বা ১৫ ফুটের মতো হয়।